Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lifestyle News

সাইকেল চালিয়ে ১৭টি দেশ ঘুরলেন ইন্দো-জাপানি এই যুগল

বিশ্বভ্রমণ করতে গেলেই যে কাঁড়ি কাঁড়ি টাকা লাগে না তা প্রমাণ করে দিলেন এই যুগল। সঙ্গী কেবল একটি সাইকেল আর তাতেই ঘুরে ফেললেন ১৭টি দেশ। ভারতের সুনীল কৌশিক আর জাপানের য়ুকা ইকোজাওয়া ২০১৬-য় সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলেন।

সুনীল কৌশিক ও য়ুকা ইকোজাওয়া। ছবি: ফেসবুক।

সুনীল কৌশিক ও য়ুকা ইকোজাওয়া। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৬
Share: Save:

বিশ্বভ্রমণ করতে গেলেই যে কাঁড়ি কাঁড়ি টাকা লাগে না তা প্রমাণ করে দিলেন এই যুগল। সঙ্গী কেবল একটি সাইকেল আর তাতেই ঘুরে ফেললেন ১৭টি দেশ। ভারতের সুনীল কৌশিক আর জাপানের য়ুকা ইকোজাওয়া ২০১৬-য় সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলেন। আর সম্পূর্ণ করলেন ২০১৭-য়। কখনও মন্দিরে রাত কাটিয়েছেন তো আবার কখনও কোনও এক আদিবাসী গ্রামের মানুষজনের খাবারে ভাগ বসিয়েছেন। কারও বাগানে কাজ করেছেন আবার কখনও করেছেন কারও রান্না। কিন্তু এ সবের উদ্দ্যেশ্য একটাই— কম সময়ে, কম টাকায় যত বেশি দেশ ঘুরে ফেলা যায়।

২০১৬-র জানুয়ারি থেকে সাইকেল চালানো শুরু করে এই দম্পতি ২১ হাজার কিলোমিটার যাত্রা করে। তথ্যপ্রযুক্তি দফতরের কর্মী সুনীলের কথায়, ‘‘বিশ্বকে আমি সর্বদাই সাইকেলে চেপে দেখতে চেয়েছি। এর আগেও কন্যাকুমারী থেকে লে আমি সাইকেলে ভ্রমণ করেছি। আমাদের বিয়ের পর থেকেই এই ট্রিপের জন্য আমরা টাকা জমাতে শুরু করি।’’ এ দিকে তাঁর ‘বেটার হাফ’ য়ুকা এক জন শিক্ষিকা। তিনিও তিলে তিলে টাকা জমিয়ে সাহায্য করেছেন স্বামীর স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে।

এই ঘটনা যদিও প্রথম নয়। এর আগেও কেরলের ৬৫ বছরের বিজয়ন এবং তাঁর স্ত্রী মোহনা ১৭টা দেশই ভ্রমণ করেছিলেন। বিজয়ন পেশায় এক জন চা বিক্রেতা। তাঁরাও সাইকেল নিয়ে ভ্রমণ করেছিলেন। তাঁদের এই কাহিনি নিয়ে ইতিমধ্যে একটি তথ্যচিত্রও নির্মিত হয়েছে।

লাওস থেকে শুরু করে উজবেকিস্তান ১৭টি দেশের ভিন্ন সংস্কৃতিকে মানিয়েই যাত্রাটা সম্পূর্ণ করেছেন য়ুকা এবং সুনীল। সোশ্যাল মিডিয়ায় তাঁরা ‘সুশী ও সম্বর অন দ্য সিল্ক রুট’ নামেই অধিক পরিচিত। তবে এই মুহূর্তে তাঁরা ইউরোপ ভ্রমণেই মনোনিবেশ করেছেন।

আরও পড়ুন: ২২ বছর ধরে ড্রেনের মধ্যেই থাকেন এই দম্পতি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Trip Cycle Tour Cycle Tour Around The World
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE