Advertisement
০৫ মে ২০২৪
Cleaning

Cleaning: ঘরের মেঝে কাচের গুঁড়োয় ভর্তি? হাত বাঁচিয়ে পরিষ্কার করবেন কী ভাবে?

ঘরের কয়েকটি সাধারণ জিনিস দিয়ে কাচের টুকরো অত্যন্ত নিরাপদে পরিষ্কার করে ফেলা সম্ভব।

টিস্যু কাগজে সাফ হবে কাচের টুকরো।

টিস্যু কাগজে সাফ হবে কাচের টুকরো। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ১৯:০১
Share: Save:

অসাবধানে অনেক সময়েই কাচের জিনিস ভাঙে। এর পরে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেই কাচের ভাঙা টুকরো পরিষ্কার করা। সামান্য এ দিক ও দিক হলেই টুকরো হাতে ফুটে অস্বস্তির একশেষ। কিন্তু ঘরের কয়েকটি সাধারণ জিনিস দিয়ে কাচের টুকরো অত্যন্ত নিরাপদে পরিষ্কার করে ফেলা সম্ভব।

দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।

টিস্যু কাগজ: ভাঙা কাচের টুকরো বা গুঁড়ো পরিষ্কার করার এটাই সবচেয়ে সহজ রাস্তা। যেখানে গুঁড়ো ছড়িয়েছে, সেখানে টিস্যু কাগজ অল্প ভিজিয়ে নিয়ে রগড়ালেই কাচের গুঁড়ো তাতে আটকে যায়। মুখ পরিষ্কার করার যে ভিজে টিস্যু পাওয়া যায়, তা আরও ভাল ভাবে কাচের গুঁড়ো পরিষ্কার করে। তবে এর আগে দস্তানা পরে নিলে ভাল।

আলু দিয়ে সহজে পরিষ্কার হবে কাচের টুকরো।

আলু দিয়ে সহজে পরিষ্কার হবে কাচের টুকরো।

পাউরুটি: টিস্যু কাগজ নেই? বাড়িতে পাউরুটি থাকলেও চলবে। এটিও সহজেই কাচের গুঁড়ো মেঝে থেকে টেনে তুলতে পারে।

আলু: পাউরুটিও নেই? তা হলেও চিন্তা নেই। বাড়িতে নিশ্চয়ই আলু আছে? সে ক্ষেত্রে একটা বড় আলু মাঝখান দিয়ে কেটে নিন। আলুর মাঝের কাটা তলটি দিয়ে কাঁচের গুঁড়ো পরিষ্কার করুন। কাচের সব টুকরো এতে আটকে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE