কাজের সূত্রে নতুন শহর, নতুন রাজ্যে যেতে হয় প্রায়ই। কিন্তু ইচ্ছা থাকলেও ঘোরা হয় না। ব্যবসায়িক বা অফিসের কাজে গেলেও পেশার ধরন অনুযায়ী কারও ঘন ঘন ক্লায়েন্ট মিটিং থাকে, কারও আবার থাকে অন্য কাজ। তবে সঠিক পরিকল্পনা থাকলে, স্বল্প সময়েই ঝটিকা সফর সম্ভব।
যাওয়ার আগেই জানুন: কার্যসূত্রে কোথাও যাওয়ার আগে জেনে নিন, সেই শহরে বা জায়গাটিতে কোন কোন দর্শনীয় স্থান রয়েছে। স্বল্প সময়ে তার মধ্যে কোনটি আপনি বেছে নিতে পারেন। সেই জায়গাটির অবস্থান কর্মক্ষেত্র বা হোটেল থেকে কতদূরে? সম্ভব হলে এমন কোথাও থাকার হোটেল বেছে নিন, যেখান থেকে যে কোনও পরিবহণ পাওয়া সহজ। মিটিং থাকলে অতিরিক্ত সময় নষ্ট না করে কাজটি দ্রুত সেরে ফেলতে পারেন। আবার আলাদা মিটিং থাকলে দেখতে পারেন সে দু’টি একই জায়গায় পরপর সেরে ফেলা যায় কি না, বা দু’টি মিটিংয়ের স্থান নির্বাচন কাছাকাছি করলেও সময় বাঁচতে পারে।
মিটিংয়ের স্থান: ব্যবসায়িক মিটিংয়ে গেলে সাধারণত শহরের মধ্যেই নামী কোনও হোটেল, রেস্তরাঁ বা কনফারেন্স হল বেছে নেওয়া হয়। যদি উপায় থাকে এবং স্থানীয় সংস্কৃতি, লোকজন সম্পর্কে উৎসাহী হয়ে থাকেন, তা হলে শহরের বাইরে বা দ্রষ্টব্য কোনও স্থান সংলগ্ন ক্যাফে, রেস্তরাঁ বা উপযুক্ত কোনও জায়গা বেছে নিতে পারেন মিটিংয়ের জন্য। এ ক্ষেত্রে স্থানীয় খাবার যেমন চেখে দেখা যাবে, তেমনই ঘোরার জন্য হাতে খানিকটা বাড়তি সময় মিলবে।
ভ্রমণের নতুন সংজ্ঞা: ব্যবসা বা কাজ, তার ফাঁকেই অবসর যাপন। কাজ এবং অবসরের এমন মেলবন্ধনের চল ইদানীং বাড়ছে। অনেক সংস্থাও কর্মীদের এই ধরনের সুযোগ দেয়। বাইরে গিয়ে মিটিং, ক্লায়েন্ট যেমন সামলাবেন কর্মী, তেমনই সেই জায়গা থেকে অফিসের কাজও করা যাবে। হোটেলের ঘরে না বসে থেকে কেউ সমুদ্র সৈকতে বসে বা ক্যাফেতেও কাজ করতে পারেন। তেমন কোনও সুবিধা এ ক্ষেত্রেও মিলতে পারে কি না, দেখতে পারেন। কাজ যদি দু’দিনের হয় এক দিন আগে সেখানে চলে আসা যায় কি না, কিংবা কাজ শেষ করার পর বাড়তি এক বা দু’দিন সেখানে থেকে অফিস সামলানো যায় কি না, দেখতে পারেন। এ ক্ষেত্রে কিছুটা হলেও সেই জায়গায় ঘোরার সুযোগ পাওয়া যাবে।
গণ পরিবহণ: ব্যবসায়িক বা অফিসের কাজ শেষ হয়ে গেলে ফেরার সময় বাস, ট্রেন, মেট্রো ধরতে পারেন। এতে কিছুটা হলেও শহর এবং সেখানকার মানুষকে কাছ থেকে দেখার সুযোগ মিলবে। স্থানীয় সংস্কৃতিকে জানা এবং বোঝার জন্য সেই জায়গার নাম করা রেস্তরাঁয় ঢুঁ মারা যায়, সুযোগ থাকলে নৈশ জীবনও উপভোগ করা যেতে পারে।
সময় আরও ভাল ভাবে কাজে লাগান: সকালে মিটিং, বিকালে কনফারেন্স। অনেকেই মিটিং সেরে হোটেলের ঘরে ফিরে যান। সেটা না করে মাঝের সময়টায় কাছাকাছি জায়গাগুলি ঘুরে নিতে পারেন। কোথায় যেতে চান, আগে থেকে পরিকল্পনা করা থাকলে চট করে সেখান থেকে ঘুরে আসা যাবে।