ঠান্ডায় বাথরুমে যেতেই গা শিরশির করে। অনেকের স্নানেও কামাই শুরু। কিন্তু সারা দিনে বাথরুমে যাওয়ার প্রয়োজন তো এড়ানো যায় না। ফলে পা ভিজে কাঁপুনি শুরু। দাওয়াই একটাই। শুকনো বাথরুম। তার জন্য আগে জরুরি স্নানঘরকে ওয়েট ও ড্রাই— এই দু’ভাগে ভাগ করে নেওয়া। কমোড যে দিকে থাকবে, স্বভাবতই সে দিক শুকনো। অন্য দিকে স্নান বা শাওয়ারের জায়গা পড়বে ওয়েট অংশে। এই অংশটিই যদি মুড়ে ফেলা যায় বাথ ইউনিট বা শাওয়ার এনক্লোজ়ার দিয়ে, মুশকিল আসান।
বাথ ইউনিট বা শাওয়ার এনক্লোজ়ার কী?
মূলত স্নানের জল আসার ব্যবস্থা থাকে এই ইউনিটে। গরম ও ঠান্ডা জলের কল এবং শাওয়ার। এই শাওয়ারের জল বা স্নানের জল যাতে বাকি বাথরুম ভিজিয়ে না দেয়, তাই ওয়েট এরিয়া আলাদা করা থাকে কাচের দরজা দিয়ে।