Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দাম্পত্যে অশান্তি? ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন

এই তো কিছু দিন আগে ১৪ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে গেল হৃতিক-সুজানের। শুধু সেলিব্রিটিদের অন্দরমহলই নয়, আশপাশে তাকালেই এমন বিবাহবিচ্ছেদের ভূরিভূরি উদাহরণ নজরে পড়বে আমাদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ১৬:৪০
Share: Save:

এই তো কিছু দিন আগে ১৪ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে গেল হৃতিক-সুজানের। শুধু সেলিব্রিটিদের অন্দরমহলই নয়, আশপাশে তাকালেই এমন বিবাহবিচ্ছেদের ভূরিভূরি উদাহরণ নজরে পড়বে আমাদের। বিবাহ বিচ্ছেদের মানে একটা সম্পর্কে, একটা সুন্দর পরিবারে স্বাভাবিক ছন্দে জ্যোতি চিহ্ন।

কিন্তু আধুনিক গবেষণা বলছে, শুধু এটুকুই নয় বিবাহবিচ্ছেদে শরীরে দানা বাঁধে নানা রোগও। আমেরিকার মিসিগান স্টেট ইউনিভার্সিটির স্যোশিওলজির অধ্যাপক হুই লিউ জানাচ্ছেন, বিবাহিত জীবনে অশান্তি বা বিবাহবিচ্ছেদের ফলে পুরুষদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। তাঁর মতে, বেশির ভাগ সময়েই দেখা যায় স্ত্রীরা তাঁদের স্বামীর শরীর-স্বাস্থ্যের দিকে নজর রাখেন। কিন্তু, বৈবাহিক জীবনে সুখ না থাকলে পুরুষেরা নিজেদের শরীরের যত্ন নেন না তেমন ভাবে। শুধু তাই নয়, প্রবল মানসিক অশান্তির মধ্যে দীর্ঘ দিন থাকতে থাকতেও অনেকে ডায়াবেটিসের শিকার হয়ে পড়েন।

তবে লিউ এক দিনে এমন সিদ্ধান্তে আসেননি। এ জন্য লিউ ও তাঁর সহকর্মীরা দীর্ঘ পাঁচ বছর ধরে ‘ন্যাশনাল স্যোশাল লাইফ, হেল্থ অ্যান্ড এজিং প্রজেক্ট’ নামে একটি প্রজেক্টে বিবাহিত জীবনে অসুখী এমন ১,২২৮ জন দম্পতির উপর সমীক্ষা চালান। দেখা যায়, এর মধ্যে ৩৮৯ জনই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: আপনার জন্ম বার বলে দেবে আপনি কেমন মানুষ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Unhappy Marriage Diabetes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE