Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Food

ম্যাগি দোসা না ম্যাগি বিরিয়ানি? প্রিয় খাবারের কোন অদ্ভুত রেসিপি আপনি বেছে নেবেন

চিজ, সসেজ, ডিম, সব্জি দিয়ে নানা ভাবে পরীক্ষা নিরীক্ষা করে ম্যাগি খাওয়া হয়ে গিয়েছে সকলের।

নানা রূপে দেখা দেয় ম্যাগি।

নানা রূপে দেখা দেয় ম্যাগি। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২১ ২০:৩৭
Share: Save:

ভারতীয় হেঁসেলে ম্যাগি এখন অবিচ্ছেদ্য খাবার। বিশেষ করে আংশিক লকডাউনের বাজারে মানুষ বেশি করে কিনে রাখছেন এই ইনস্ট্যান্ট নুড্‌ল। তাড়াহুড়োয় খিদের মুখে চটপট তৈরি হয়ে যায় এই খাবার। চিজ, সসেজ, ডিম, সব্জি দিয়ে নানা ভাবে পরীক্ষা নিরীক্ষা করে ম্যাগি খাওয়া হয়ে গিয়েছে সকলের। সেগুলো খেয়ে খেয়ে যদি একঘেয়ে লাগে, তা হলে চেখে দেখতে পারেন এই অভিনব রেসিপিগুলি। এর মধ্যে কিছু খাবার বেশ অদ্ভুতও বটে!
ম্যাগি দোসা
দক্ষিণ ভারতীয়দের প্রিয় জলখাবার দোসা। এখন অবশ্য দেশজুড়ে খাওয়া হয়। মসালা দোসা বানাতে কুড়েমি লাগলে, আপনি ভিতরের পুরের বদলে ম্যাগি দিতে পারেন।

ম্যাগি পিৎজা
সাধারণ পিৎজা খেয়ে খেয়ে ক্লান্ত। বানিয়ে ফেলুন ম্যাগি দিয়ে। একবার খেলে বারবার খেতে চাইবেন।

ম্যাগি চিজ ভাজা
রান্না করা ম্যাগিতে চিজ মাখিনে ফ্রিজারে জমিয়ে নিন। হয়ে গেলে ছাঁকা তেলে ভেজে ফেলুন!

ম্যাগি বিরিয়ানি
বিরিয়ানির আর ম্যাগি একসঙ্গে! চেখে দেখুন নিজের দায়িত্বে।

ম্যাগির সিঙাড়া
সিঙাড়া খেতে কার না ভাল লাগে। তবে ভিতের পুর করার সময় না পেলে রান্না করা ম্যাগি ব্যবহার করতে পারেন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Food cooking tips Noodles Recipes Maggi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE