বর্ষা কেটে ভাদ্র এলেও রাজ্য থেকে বৃষ্টিকে বিদায় এখনই দিতে পারছি কই? সম্প্রতি ফের আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামি শনিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ইতিমধ্যেই ভাসছে বৃষ্টিতে।
তবে আকাশে কালো মেঘে, এক নাগাড় বৃষ্টি, এ সব থাকলেও কাজ-ব্যস্ততা সরিয়ে রাখা যায় না। বৃষ্টি থেকে বাঁচতে তো ছাতা সঙ্গে রাখছেনই। কিন্তু তাতেও কি সব সময় শেষ রক্ষা হয়! মুষলধারার বৃষ্টি ছাতায় আটকায় না। বৃষ্টির সঙ্গে জোরে হাওয়া দিলে তো কথাই নেই। তার উপর যদিও বা বৃষ্টি থেকে বাঁচলেন, তাতেও রাস্তার জমা জলে শরীর ভেজেই। ফলে ফের বৃষ্টি ভিজে জ্বর-সর্দির ভোগান্তি শুরু।
তবে যদি একটু সচেতন থাকা যায়, তা হলে খুব সহজেই এড়ানো যায় এই সমস্যা। বরং এই সব নিয়ম মেনে চললে, ভিজে গেলেও অসুখবিসুখের ভয় অনেকটাই কমবে।