প্রাণের ঝুঁকি নিয়েই প্রেম প্রদর্শন। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাইকে বসে নানা কেরামতি করে ভিডিয়ো বানিয়েছেন অনেকেই। ট্র্যাফিক নিয়মের তোয়াক্কা না করে তাঁরা প্রাণের ঝুঁকি নিয়েছেন কেবল সামান্য পরিচিতি লাভের আসায়। আবার অনেকে এমনও আছেন, বাইকে উঠলেই যাঁদের একের অপরের প্রতি ভালবাসা বেড়ে যায়। সম্প্রতি দুই প্রেমিকের এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
চলন্ত বাইকেই প্রেমে মত্ত ছিলেন যুগল। ঘটনাটি উত্তরপ্রদেশের রামপুর জেলার। ওই বাইকের পিছনের গাড়িতে থাকা এক ব্যক্তি গোটা ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমে আপলোড করেন। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, চলন্ত বাইকে ছিলেন তিন জন আরোহী। এক যুবক বাইক চালাচ্ছেন, আর বাকি দু’জন গভীর চুম্বনে মত্ত। বাইক আরোহীদের কারও মাথায় ছিল না হেলমেট। প্রাণের ঝুঁকি নিয়েই চলছিল দেদার প্রেম প্রদর্শন।
#UttarPradesh: Video of 2 boys kissing on bike goes viral from Rampur, police respond
— Siraj Noorani (@sirajnoorani) June 1, 2023
It filmed two pillion riders on a bike tripling involving in a liplock during their ride.#viral #viralvideo #india https://t.co/RlcdzNOhRl pic.twitter.com/o22wKJsw7a
এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর রামপুরের পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, ওই দুই ব্যক্তির খোঁজ চলছে।
সিনেমা আর বাস্তব জীবন তো এক নয়! কিন্তু প্রেমিক-প্রেমিকারা এমন কথা মানতে চান না। যার ফলে মাঝেমাঝে অদ্ভুত সব দৃশ্য দেখা যায়। চলন্ত বাইকেই উদ্দাম প্রেমে মাততে গিয়ে এ বার বিপাকে উত্তরপ্রদেশের এই যুগল। কিছু দিন আগেই তামিলনাড়ুতে দুই তরুণীকে চলন্ত বাইকে চুম্বন করতে দেখা গিয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy