চোখ হলুদ হয়ে যাওয়া মোটেই খুব স্বাভাবিক ঘটনা নয়। চিকিৎসকদের মতে, এটি জন্ডিসের প্রাথমিক লক্ষণ। হেপাটাইটিসেও চোখ হলুদ হয়ে যেতে পারে। এর প্রধান কারণ রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া।
কেন বাড়ে বিলিরুবিন?
যকৃতের প্রধান কাজ খাবার হজম করা। দূষিত রক্তও বর্জ্যে রূপান্তরিত করাও এর কাজ। কিন্তু কোনও কারণে এই কাজ ব্যাহত হলে রক্তে বিলিরুবিনের পরিমাণ বাড়তে থাকে। শরীরে বাড়তে থাকে দূষিত পদার্থের পরিমাণও।