Advertisement
E-Paper

ক্যাবে ওঠার আগে মহিলাদের কোন কোন নিরাপত্তার বিষয় পরীক্ষা করে নেওয়া উচিত?

অচেনা রাস্তায় দীর্ঘ পথ ট্যাক্সিতে বা অ্যাপক্যাবে যেতে হলে মহিলাদের কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৯:২৭

ছবি : সংগৃহীত।

অ্যাপ ক্যাবে এখন শহর থেকে শহরান্তরে যাওয়া যায় সহজেই। কাছাকাছি চেনা রাস্তায় সফর করলে এক কথা। কিন্তু অচেনা রাস্তায় দীর্ঘ পথ ট্যাক্সিতে বা অ্যাপক্যাবে যেতে হলে মহিলাদের কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

১। ঘুমোবেন না

দীর্ঘ পথযাত্রায় অনেকেই ঘুমিয়ে পড়েন। অ্যাপক্যাবে বা ট্যাক্সিতে দীর্ঘপথ যেতে হলে কখনওই ঘুমোবেন না।

২। চারপাশে নজর রাখুন

কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, তা খেয়াল করুন। দরকার হলে স্মার্টফোনে গুগল ম্যাপ খুলে মিলিয়ে নিন, ঠিক রাস্তায় এগোচ্ছেন কি না। সন্দেহ হলে প্রশ্ন করুন।

৩। জানিয়ে রাখুন

দীর্ঘ যাত্রার পরিকল্পনা থাকলে নিকটজনকে জানিয়ে রাখুন। দরকার হলে হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনও অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করে রাখুন। সমস্যা বুঝলে, তাঁকে ফোন করে আপনার যাত্রাপথে নজর রাখতে বলুন। ঠিক পথে এগোচ্ছেন কি না জেনে নিন। এমনকি পৌঁছনোর সম্ভাব্য সময়ও জানিয়ে রাখুন। যাতে ওই সময়ে আপনি পৌঁছলেন কি না, তা ফোন করে তাঁরা জেনে নেন।

৪। পিছনের সিটে বসুন

সব সময় এই ধরনের যাত্রায় গাড়ির পিছনের সিটে বসুন। তাতে চালকের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় থাকবে। চালকের উপর এবং চারপাশে নজর রাখতেও সুবিধা হবে।

৫। দরজা লক করুন

দরজা লক করে রাখুন। প্রয়োজন হলে জানলার কাচও হাওয়া আসার মতো খুলে বাকিটা তুলে রাখুন। বা এসি চললে পুরোপুরি বন্ধ করে রাখুন।

৬। হেল্পলাইন নম্বর

কেন্দ্রীয় সরকারের নারী সহায়তা নম্বর ১৮১, ১১২ এবং রাজ্যপুলিশের হেল্পলাইন নম্বর ১০০ স্পিড ডায়ালে রাখুন।

Woman Safety App Cab
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy