এক বার দেখে নিলেই আপনাআপনি গায়েব হয়ে যাবে হোয়াটসঅ্যাপের ফোটো ও ভিডিয়ো। এ বার হোয়াটসঅ্যাপে জুড়ল এই নয়া ফিচার।
‘ভিউ ওয়ান্স’ নামে এই নতুন বৈশিষ্ট্যের ফলে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি বা ভিডিয়ো গ্রহীতা এক বার দেখামাত্রই তা নিজে থেকেই মুছে যাবে চ্যাট থেকে। এর ফলে ওই ছবি বা ভিডিয়ো গ্রহীতার মোবাইলে গ্যালারি বা অন্য কোনও ফোল্ডারে থেকে যাবে না। যদিও গ্রহীতা চাইলে ওই ছবি বা ভিডিয়োর ‘স্ক্রিনশট’ তুলে রেখে তা সংরক্ষণ করতে পারেন।
মঙ্গলবার থেকে কেবলমাত্র আইফোনের একটি ভার্সন (২.২১.১৫০) ব্যবহারকারীরাই তাঁদের হোয়াটসঅ্যাপে এই ফিচারের সুবিধা ভোগ করছিলেন। তবে এ বার অ্যান্ড্রয়েড মোবাইলের মালিকেরাও ‘ভিউ ওয়ান্স’ ফিচারের ফায়দা তুলতে পারবেন। যদিও সে জন্য অতি অবশ্যই হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে হবে। তবেই কাজ করবে ‘ভিউ ওয়ান্স’!