Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Hair Parting Personality

আপনি কেমন মানুষ? বলা যাবে আপনার সিঁথির ধরন দেখে

জানেন কি, স্রেফ আপনার সিঁথি কাটার কায়দা দেখে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব? এমনকি, আপনার ব্যক্তিত্ব কেমন, তা-ও বলা সম্ভব। দেখে নেওয়া যাক, সিঁথি দেখে মানুষ চেনার উপায়।

চুল দিয়ে যায় চেনা!

চুল দিয়ে যায় চেনা! ছবি: প্রতীকী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৩:৪৪
Share: Save:

আপনি কী ভাবে সিঁথি কাটেন? মাঝখানে, বাঁ দিকে, না কি ডান দিকে? জানেন কি, স্রেফ আপনার সিঁথি কাটার ধরন দেখে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব? এমনকি, আপনার ব্যক্তিত্ব কেমন, তা-ও বলা সম্ভব । দেখে নেওয়া যাক, সিঁথি দেখে মানুষ চেনার উপায়—

যে মহিলারা বা দিকে সিঁথি কাটেন তাঁরা কেমন মানুষ?

যাঁরা বাঁ দিকে সিঁথি করতে পছন্দ করেন, তাঁরা বিশ্লেষণাত্মক এবং ‘পুরুষালি’ স্বভাবের হন। তাঁরা আবেগের পাশাপাশি যুক্তিতেও সমান বিশ্বাসী। এমন মহিলারা অপরের উপর নির্ভরশীল নন, স্বাধীনচেতা স্বভাবের হন। তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সব কাজই গুছিয়ে করতে পছন্দ করেন। এঁরা নিজেকে নিয়েই থাকতে পছন্দ করেন, অন্যরা কী ভাবল, তাতে তাঁদের কিছু এসে যায় না। এমন মহিলারা ক্ষমতায় থাকতে পছন্দ করেন।

সিঁথি দেখেই বোঝা যায় মানুষটি কেমন!

সিঁথি দেখেই বোঝা যায় মানুষটি কেমন! ছবি: শাটারস্টক

যে মহিলারা ডান দিকে সিঁথি কাটেন তাঁরা কেমন মানুষ?

যাঁরা বাঁ দিকে সিঁথি করতে পছন্দ করেন তাঁরা খুব নরম ও সংবেদনশীল স্বভাবের মানুষ হন। অপরের পাশে থাকতে পছন্দ করেন তাঁরা। এঁরা আত্মকেন্দ্রিক স্বভাবের হন না, সমাজের পাশে থাকতে পছন্দ করেন। এঁরা খুব বেশি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁরা হৃদয় দিয়ে ভাবেন, মস্তিষ্ক দিয়ে নয়। হাসিখুশি থাকতে পছন্দ করেন।

যে মহিলারা মাঝে সিঁথি কাটেন তাঁরা কেমন মানুষ?

যাঁরা মাঝে সিঁথি কাটতে পছন্দ করেন, তাঁরা ভারসাম্যপূর্ণ, পরিষ্কার মনের, নির্ভরযোগ্য, বুদ্ধিমান, নম্র এবং অত্যন্ত সরল প্রকৃতির মানুষ হন। তাঁরা জীবনে উচ্চাকাঙ্ক্ষী হন। কঠিন পরিস্থিতি সামনে এলে তাঁরা খুব ঠান্ডা মাথায় সেটা সামাল দিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE