Advertisement
০২ মে ২০২৪
Dhanteras

ধনতেরসে সস্তায় বাড়িতে আনুন সৌভাগ্যের প্রতীক, দামি গয়নার বদলে অর্থ আনবে এই বিশ্বাস

সোনা-রুপো ছাড়াও এমন একটি জিনিস আছে লোকাচার মতে যা কিনলে আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে। ধনতেরসের দিন কী কিনবেন? প্রশ্ন করায় টেলি জগতের পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায়ের জবাব ঝাঁটা!

সস্তায় সমৃদ্ধি ধনতেরাসে।

সস্তায় সমৃদ্ধি ধনতেরাসে। ছবি: শাটারস্টক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ০৯:০৫
Share: Save:

ভুত চতুর্দশীর ঠিক আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। বাংলায় এই দিনটি ধন-ত্রয়োদশী নামেও পরিচিত। চলতি নাম— ধনতেরস। এই বছর ২২ নভেম্বর, শনিবার পালিত হবে ধনতেরাস। প্রচলিত মত অনুযায়ী, ওই দিন বাড়িতে নতুন কিছু আনতেই হয়। কেউ কেনেন সোনা বা রুপোর গয়না, কেউ কেনেন ঠাকুরের বাসন। ধাতব জিনিস কেনারই চলই বেশি রয়েছে ওই দিনে।

তবে সোনা-রূপো ছাড়াও এমন একটি জিনিস আছে লোকাচার মতে যা কিনলে আপনার বাড়ির শ্রীবৃদ্ধি হবে। ধনতেরসের দিন কী কিনবেন? প্রশ্ন করায় টেলি জগতের পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায় বললেন, ‘‘এক জোড়া ঝাঁটা কিনব। মায়ের কাছে শুনেছি, ধনতেরসের দিন বাড়িতে ঝাঁটা কিনে আনলে সংসারের সুখ সমৃদ্ধি দ্বিগুণ হয়। অলক্ষ্মী বিদায় হয়ে লক্ষ্মী আসবে ঘরে।’’

কেন ধনতেরসের দিন ঝাঁটা কেনার চল জানেন?

অনেকে বলেন, এর উল্লেখ নাকি মৎস্যপুরাণেও রয়েছে। সেই মতে ঝাঁটায় নাকি লক্ষ্মীর বাস। তাই ওই দিন ঝাঁটা কেনার অর্থ, বাড়িতে লক্ষীর আগমন। ওই দিন বাড়িতে ঝাঁটা আনা শুভ। ঝাঁটা কিনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়।সরকারি চাকুরে অভিনন্দন রায় বললেন, ‘‘ধনতেরাসের দিন প্রতিবারই মা বাড়িতে ঝাঁটা কিনে আনেন। শুধু তাই নয়, সেই ঝাঁটায় সাদা সুতো বেঁধে তা লাল কাপড়ের উপর রেখে কড়ি ও আতব চাল দিয়ে পুজোও করা হয়। মা বলেন, ধনতেরসের দিন এই কাজ করলে সারা বছর বাড়িতে আর্থিক স্থায়িত্ব বজায় থাকবে।’’

 এই বছর ২২ নভেম্বর, শনিবার পালিত হবে ধনতেরাস।

এই বছর ২২ নভেম্বর, শনিবার পালিত হবে ধনতেরাস। প্রতীকী ছবি।

লোকাচার মতে, ঝাঁটা সব সময় মেঝেতে শুইয়ে রাখতে হয়। দাঁড় করিয়ে রাখলে নাকি বাড়িতে অশুভ শক্তি আসে। ঝাঁটায় লক্ষীর বাস বলে ঝাঁটায় পা লাগলে অনেককেই প্রণাম করতে দেখা যায়। নইলে নাকি রুষ্ট হন ধনদেবী। সংবাদমাধ্যমের কর্মী পল্লবী দেব বললেন, ‘‘ছোটবেলা থেকে দেখে আসছি, মা ধনতেরাসের দিন শিকের ঝাঁটা বা ফুল ঝাড়ু কিনে মন্দিরে তা দান করেন। এতে নাকি বাড়িতে শ্রীবৃদ্ধি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhanteras Diwali laxmi Puja 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE