Advertisement
০৮ মে ২০২৪

স্বাস্থ্য ফেরাতে অস্ত্র প্রযুক্তি ও বিদেশি লগ্নি

বিমা ও প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ চেয়েছিলেন আগেই। এ বার চাইলেন চিকিৎসা ক্ষেত্রেও। দেশের ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবার মেরামতিতে হাতিয়ার হিসেবে সেই ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পকেই বাছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আজ এমনটাই জানালেন তিনি। পাশাপাশি, দেশে এসে চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি নির্মাণে আহ্বান জানালেন বিদেশের বিভিন্ন সংস্থাকেও।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৪ ০১:১৩
Share: Save:

বিমা ও প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ চেয়েছিলেন আগেই। এ বার চাইলেন চিকিৎসা ক্ষেত্রেও। দেশের ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবার মেরামতিতে হাতিয়ার হিসেবে সেই ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পকেই বাছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আজ এমনটাই জানালেন তিনি। পাশাপাশি, দেশে এসে চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি নির্মাণে আহ্বান জানালেন বিদেশের বিভিন্ন সংস্থাকেও।

বেড়ে চলা প্রসূতি ও সদ্যোজাতের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের সমস্ত প্রান্তে বিশেষত দরিদ্রদের মধ্যে যথাযথ চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে তাঁর সরকার আপাতত এই দু’টি প্রকল্পের উপরই ভরসা রাখছে। পাশাপাশি জোর দিলেন প্রাথমিক স্বাস্থ্যরক্ষার উপরেও। বললেন, “কোনও বাচ্চা যখন কুয়োয় পড়ে যায়, আমরা সপরিবার টিভির সামনে এসে বসে পড়ি। সংবাদমাধ্যমও ধারাবিবরণী দিতে থাকে প্রতিটি মুহূর্তের। কিন্তু আমরা জানি না, দেশের বহু শিশু জন্মেরই পর-পরই মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। মৃত্যু হচ্ছে প্রসূতিরও।” মোদী বলেন, “আমি চাই দেশ জুড়ে এই ধরনের হাসপাতাল ডিজিটাল ইন্ডিয়ার আওতায় আসুক।” তাঁর দাবি, প্রযুক্তির মাধ্যমেই দেশের সমস্ত প্রান্তে পৌঁছে দেওয়া যাবে ডাক্তারি পরামর্শ-সহ সেরা চিকিৎসা। অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন সস্ত্রীক শিল্পপতি মুকেশ অম্বানী, অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর-সহ আরও অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mumbai modi digital india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE