Advertisement
E-Paper

হাসপাতালে ছোটা ভীম, টম

হাসপাতালের বিছানায় শুয়েই ছোটরা ছোটা ভীম, টম-জেরি, মিকি মাউসদের দেখতে পারে। কচিকাঁচাদের মন ভাল রাখতে বালুরঘাট হাসপাতালের শিশু বিভাগে এলইডি টেলিভিশন বসানো হল। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ওই টেলিভিশন সেট চালু করলেন রাজ্যের পূর্তমন্ত্রী তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৯

হাসপাতালের বিছানায় শুয়েই ছোটরা ছোটা ভীম, টম-জেরি, মিকি মাউসদের দেখতে পারে। কচিকাঁচাদের মন ভাল রাখতে বালুরঘাট হাসপাতালের শিশু বিভাগে এলইডি টেলিভিশন বসানো হল। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ওই টেলিভিশন সেট চালু করলেন রাজ্যের পূর্তমন্ত্রী তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী। এ দিনই হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের শিলান্যাসও করেছেন মন্ত্রী। হাসপাতালের মাতৃমঙ্গল বিভাগে প্রতীক্ষালয় নির্মাণ, তিনতলা হাসপাতালে লিফট বসানোর কাজেরও শিলান্যাস হয়েছে এ দিন। হাসপাতাল সুপার অসিত দেওয়ান বলেন, “ডায়ালাসিস বিভাগে ৫টি বিছানা থাকছে। পূর্তমন্ত্রীর উদ্যোগে হাসপাতালের পরিষেবা বৃদ্ধির জন্য ইতিমধ্যে এসএনসিইউ, ডায়াবেটিস ওয়ার্ড, কেমোথেরাপি এবং সিটিস্ক্যান ইউনিট, পুষ্টি কেন্দ্র চালু হয়েছে।”

জেলা হাসপাতালের সৌন্দর্যায়ণ এবং পরিচ্ছন্নতার লক্ষ্যে পরিত্যক্ত হাসপাতাল উদ্যান সংস্কারের উদ্যোগ নিয়েছে বালুরঘাট পুরসভা। সেই সঙ্গে পুরসভা চত্বরে আরেকটি অনুষ্ঠানে শহরের পরিকাঠামো উন্নয়নের বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেছেন পূর্তমন্ত্রী। মঞ্চ থেকে বালুরঘাটের ১৪ টি পাকা রাস্তা তৈরির কাজ শুরুর নির্দেশ ঠিকাদারদের হাতে তুলে দেন পূর্তমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার সহ কাউন্সিলর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শঙ্করবাবু বলেন, “নাগরিক পরিষেবা এবং পরিকাঠামোর উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। সে কারণে বিভিন্ন প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে শুরু করা হয়েছে। সব কাজেই স্বচ্ছতা যাতে বজায় থাকে, সে নজরদারিও করা হবে।” মঞ্চ থেকে জেলাশাসক তাপস চৌধুরী ঠিকাদারদের কাজের মান বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “ভাল কাজ করুন। সমস্যা হলে আপনাদের পাশে প্রশাসন থাকবে।”

এ দিন পুরসভার ১৭টি উন্নয়ন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। পূর্তমন্ত্রী সব প্রকল্পের শিলান্যাস করেন। শহরের মাতৃসদনে দুস্থ বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতেও উদ্যোগী হয়েছে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভা। মাতৃসদনের কাজকর্মের বিষয়ে অনিয়মের অভিযোগ পেয়ে গত দু’দিন ধরে সরজমিন তদন্ত করে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক উৎপল ভট্টাচার্য। সদন পরিচালনার দায়িত্ব থেকে সংশ্লিষ্ট পুরকর্মীকে সরিয়েও দিয়েছে পুর কর্তৃপক্ষ। কার্যনির্বাহী আধিকারিক বলেন, “মাতৃসদনের গবেষণাগার বিভাগটি বন্ধ থাকলেও এক কর্মীকে দায়িত্বে রাখা হয়েছিস। অথচ ওই বিভাগটি বহু আগেই বন্ধ হয়ে গিয়েছে। তাঁকে বুধবার দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত শুরু করেছে পুরসভা।” পুরসভার চেয়ারপার্সন চয়নিকা লাহা বলেন, “শহরের গরিব বস্তিবাসী গর্ভবতী মায়েদের নিখরচায় চিকিৎসা ও প্রসবের উদ্দেশ্যে মাতৃসদন তৈরি হলেও ৪-৫ বছর ধরে গরিবদের কাছ থেকে টাকা নিয়ে পরিষেবা দেওয়ার অভিযোগ মিলেছে। পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” মাতৃসদনে অপারেশন থিয়েটার আধুনিকীকরণের ঘোষণাও করেছেন পুর কর্তৃপক্ষ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy