বর্ষার সময়টাই বড় অদ্ভুত। কখনও মেঘলা আকাশ, কখনও বা ঝমঝমিয়ে বৃষ্টি, কখনও বা মেঘ কাটিয়ে রোদের উঁকি। প্রতি বছর বর্ষার আগে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড় হয়। এগুলির কোনওটাই কালবৈশাখি নয়। বরং নিম্নচাপের কারণে তৈরি হওয়া খুব ছোট ছোট ঘূর্ণাবর্ত। যেগুলি উপভোগ করার মজাই আলাদা। তেমনই একটি স্থানীয় ঝড়ের ছবি এটি।