Advertisement
১৯ এপ্রিল ২০২৪
COVID-19 Vaccine

১৭ স্বেচ্ছাসেবকের উপরে স্পুটনিক ভি পরীক্ষা পুণেতে

কোভিড পরীক্ষার খরচ নির্দিষ্ট করতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে  আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ০৪:০৭
Share: Save:

রাশিয়ার তৈরি প্রতিষেধক স্পুটনিক ভি প্রয়োগ করা হয়েছে পুণের ১৭ জন স্বেচ্ছাসেবকের উপরে। একটি রিপোর্ট অনুযায়ী, ভারত রাশিয়ার থেকে স্পুটনিক ভি-র ১০ কোটি ডোজ় কিনছে। রুশ সরকার দাবি করেছে, এই প্রতিষেধক করোনা নিরাময়ে ৯৫ শতাংশ কার্যকর হবে। পুণের নোবেল হাসপাতালের ক্লিনিকাল রিসার্চ বিভাগের প্রধান এস কে রাউত বলেছেন, ‘‘বৃহস্পতিবার থেকে গত তিন দিন ধরে ১৭ জন স্বেচ্ছাসেবকের শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে। এর প্রতিক্রিয়া জানতে তাঁদের প্রত্যেককে আগামী কয়েক দিন নজরে রাখা হবে।’’

গত কালের মতো আজও দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক। একইভাবে গত ন’দিনের মতোই আজও আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছিল বেশি। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ১১ জন আক্রান্ত হওয়ায় দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ লক্ষ ৪৪ হাজার ২২২। মোট মৃত ১ লক্ষ ৪০ হাজার ১৮২। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা সর্বাধিক, ১২ হাজারের কাছাকাছি। মৃত্যুর নিরিখে এর পরে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু, দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ। যদিও স্বাস্থ্য মন্ত্রকের দাবি, মৃতদের ৭০ শতাংশেরই আগে থেকে অন্য কোনও জটিল অসুখ ছিল।

এ দিকে, কোভিড পরীক্ষার খরচ নির্দিষ্ট করতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। যেখানে বলা হয়েছে, বেসরকারি ল্যাব ও হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য যে ‘অতিরিক্ত টাকা’ নেওয়া হয়েছে, তা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করুক কেন্দ্র। বিজেপি নেতা অজয় অগ্রবালের করা এক জনস্বার্থ মামলায় আর্জি, ওড়িশায় যেমন করা হয়েছে তেমনি গোটা ভারতেই আরটি-পিসিআর পরীক্ষার খরচ ৪০০ টাকা ধার্য করা হোক। গত ২৪ নভেম্বর এই নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের কাছে জবাব চেয়েছে আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: করোনার টিকার বিশেষজ্ঞ গোষ্ঠীকে নিয়ে তথ্য ‘জানে না’ কেন্দ্র

আরও পড়ুন: মোট আক্রান্তের ৯৪ শতাংশই সুস্থ, এক দিনে আক্রান্ত ৩৬ হাজার ১১, দেশে ২৪ ঘণ্টায় মৃত ৪৮২

নয়া আবেদনটিতে বলা হয়েছে, ল্যাবরেটারিগুলি আরটি-পিসিআর পরীক্ষার জন্য সাড়ে ৪ হাজার টাকা করে নিচ্ছিল। অথচ এর আসল খরচ ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে। আবার বর্তমানে পরীক্ষার খরচ ২০০ টাকায় গিয়ে দাঁড়ালও অনেক রাজ্যেই এখনও অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত টাকা দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে কেন্দ্রকে। দেশের দরিদ্র মানুষের থেকে এ ভাবে বেশি টাকা নেওয়া জুলুমবাজি। ওই টাকা ফিরিয়ে দেওয়া এবং এই কাজ যারা করেছে তাদের শাস্তির দাবি উঠেছে আবেদনে। সব দিক বিচার করে ওড়িশা আরটি-পিসিআর পরীক্ষার জন্য সর্বোচ্চ ৪০০ টাকা ধার্য করেছে। সারা দেশেই এই ব্যবস্থা অনুসরণ করা হোক বলে আর্জি জানিয়েছেন অজয় অগ্রবাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE