Advertisement
২০ এপ্রিল ২০২৪

সমালোচনা করলেই কি দেশ বিরোধী: শাবানা

বিভিন্ন মহল থেকে বারবার অভিযোগ উঠেছে, মোদী-জমানায় অসহিষ্ণুতা বাড়ছে। কেন্দ্রের কোনও সিদ্ধান্ত বা নীতির সমালোচনা করলে বলা হচ্ছে ‘দেশ বিরোধী’।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইনদওর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ০৩:৫৪
Share: Save:

দেশের ভুলত্রুটি চিহ্নিত করা কোনও অন্যায় নয়, বরং তা দেখিয়ে দিলে দেশের মঙ্গল হয় বলেই মনে করেন অভিনেত্রী শাবানা আজমি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেই যে কোনও ব্যক্তিকে ‘দেশ-বিরোধী’ আখ্যা দেওয়া হচ্ছে।

বিভিন্ন মহল থেকে বারবার অভিযোগ উঠেছে, মোদী-জমানায় অসহিষ্ণুতা বাড়ছে। কেন্দ্রের কোনও সিদ্ধান্ত বা নীতির সমালোচনা করলে বলা হচ্ছে ‘দেশ বিরোধী’। কখনও কখনও ‘পাকিস্তানে যাওয়ার’ নিদানও দিচ্ছেন গৈরিক শিবিরের লোকজন। মহিলাদের জন্য কাজের স্বীকৃতি হিসেবে কাল মধ্যপ্রদেশের ইনদওরে এক অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় শাবানাকে। সেখানে তিনি বলেন, ‘‘দেশের স্বার্থেই ভুলত্রুটিগুলি দেখিয়ে দিতে হবে। যদি না দেখিয়ে দেওয়া হয়, তা হলে সংশোধন হবে কী ভাবে?’’ এর পরই শাবানার মন্তব্য, ‘‘এখন পরিস্থিতি এমন যে, যদি সমালোচনা করা হয়, বিশেষ করে সরকারের, তা হলে দেশ-বিরোধী বলা হচ্ছে।’’

বক্তৃতায় শাবানা অবশ্য এক বারের জন্যও বিজেপি বা গৈরিক শিবিরের নাম করেননি। তবে তাঁর পরামর্শ, ‘‘এই পরিস্থিতিতে ভয় পাওয়ার কিছু নেই। কারও কাছ থেকে আমাদের শংসাপত্র নেওয়ারও দরকার নেই।’’ অভিনেত্রীর কথায়, ‘‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য— এই সংস্কৃতিতে আমরা বড় হয়েছি। যে অবস্থা চলছে, তার সমানে আমরা নতজানু হব না। ভারতের মতো দেশে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা কখনওই কল্যাণকর হতে পারে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anti-National Shabana Azmi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE