আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ‘জন আশীর্বাদ যাত্রায়’ বেরিয়ে আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কালো পতাকাও দেখানো হয় তাঁকে। চুরহত অঞ্চলে শিবরাজের বাসে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। তবে এই ঘটনায় কেউ জখম হয়নি।
চুরহত কংগ্রেসের ঘাঁটি। রাজ্যের বিরোধী দলনেতা অজয় সিংহ জিতেছেন এই কেন্দ্র থেকেই। হামলার দায় কংগ্রেসের উপর চাপিয়ে শিবরাজের দাবি, তাঁকে হত্যার ছক কষেছিল বিরোধী দল। চুরহতের জনসভায় অজয় সিংহের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যের মানুষ তাঁর পাশে রয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক সংঘর্ষের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করারও অভিযোগ তুলেছেন শিবরাজ।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অজয় সিংহ। সাংবাদিক বৈঠকে তিনি জানান, কোনও কংগ্রেস কর্মী এই ঘটনায় যুক্ত নন।