Advertisement
E-Paper

শবরীমালায় বিজেপির হার

শবরীমালায় সব বয়সের মহিলাদের প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে জোরদার প্রচার চালিয়েও সুবিধা করতে পারল না বিজেপি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ০১:৫৪
শবরীমালা মন্দির চত্বর। ছবি- পিটিআই।

শবরীমালা মন্দির চত্বর। ছবি- পিটিআই।

শবরীমালায় সব বয়সের মহিলাদের প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে জোরদার প্রচার চালিয়েও সুবিধা করতে পারল না বিজেপি। পুর উপনির্বাচনে হারতে হল তাদের। নির্বাচন হয়েছিল বৃহস্পতিবার। ৩৯টি ওয়ার্ডের মধ্যে কেরলের শাসক দল এলডিএফ-এর পেয়েছে ২১টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছে ১১টি আসন। পাটানামতিট্টা, অর্থাৎ শবরীমালা মন্দির যে জেলায়, সেখানে নতুন দু’টি আসন জিতলেও এলডিএফ-এর কাছে একটি আসনে হেরেছে বিজেপি।

এই হারের কারণ কী?

লোকসভা ভোটের আগে অযোধ্যার রামমন্দিরকে কেন্দ্র করে হিন্দুত্বের তাস খেলতে শুরু করেছে বিজেপি। রাজনৈতিক শিবিরের মতে, শবরীমালাকে কেন্দ্র করে দক্ষিণ ভারতেও সেই হিন্দুত্বের তাস খেলার কৌশল নিয়েছিল গেরুয়া শিবির। সেটা কেরলের মানুষ ভাল ভাবে নেয়নি। আর এই পুরভোটে হারের ফলে বিজেপির দক্ষিণে ধর্মীয় মেরুকরণের চেষ্টা ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। এ ছাড়া বাম নেতৃত্বের মতে এই পুরভোটে বিজেপির হারের আর একটি কারণ হল কেরলের সাম্প্রতিক বন্যাকে কেন্দ্র ‘জাতীয় বিপর্যয়’ বলে ঘোষণা করেনি। বন্যা বিধ্বস্ত কেরলকে সাহায্যের জন্য বিদেশের টাকাও নিতেও অস্বীকার করেছিল নরেন্দ্র মোদী সরকার। এই সব প্রতিকূলতা সত্ত্বেও কেরলের বন্যায় রাজ্য সরকার ভাল কাজ করেছে। সেই কারণেই এই পুরভোটে কেরলের শাসক দল ভাল ফল করেছে বলে মনে করছেন রাজ্যের বাম নেতৃত্ব।

Sabarimala BJP Municipality By-Election CPM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy