Advertisement
০৭ মে ২০২৪
Rakesh Asthana

অলোক বর্মার পর কোপ রাকেশ আস্থানায়, সরানো হল সিবিআই থেকে

রাকেশ আস্থানার পাশাপাশি আরও তিন আধিকারিককেও বদলি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। বুধবারই গুজরাত ক্যাডারের ১৯৮৪ সালের ব্যাচের এই আইপিএস অফিসার দিল্লি হাইকোর্টের সাম্প্রতিক রায়ে কিছু সংশোধন করার আবেদন জানিয়েছিলেন। এর পরই বৃহস্পতিবার তাঁকে বদলি করার সিদ্ধান্ত নিল অ্যাপয়েন্টস কমিটি অব ক্যাবিনেট।

রাকেশ আস্থানা। ফাইল চিত্র।

রাকেশ আস্থানা। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ২১:০৫
Share: Save:

অলোক বর্মার পর এ বার রাকেশ আস্থানা। ছুটিতে পাঠানো সিবিআইয়ের বিশেষ ওই অধিকর্তাকে বৃহস্পতিবার বদলি করার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।

সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে গত কয়েক দিন আগে বদলি করা হয়েছিল দমকল সার্ভিসের ডিরেক্টর জেনারেল পদে। যদিও সেই পদে যোগ দেওয়ার আগেই চাকরিতে ইস্তফা দিয়েছিলেন তিনি। এ বার তাঁরই সঙ্গে ছুটিতে পাঠানো সিবিআইয়ের বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকেও বদলি করল কেন্দ্রীয় সরকার। রাকেশকে অসামরিক বিমান পরিবহণ সুরক্ষা দফতরে বদলি করা হয়েছে।

রাকেশ আস্থানার পাশাপাশি আরও তিন আধিকারিককেও বদলি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। বুধবারই গুজরাত ক্যাডারের ১৯৮৪ সালের ব্যাচের এই আইপিএস অফিসার দিল্লি হাইকোর্টের সাম্প্রতিক রায়ে কিছু সংশোধন করার আবেদন জানিয়েছিলেন। এর পরই বৃহস্পতিবার তাঁকে বদলি করার সিদ্ধান্ত নিল অ্যাপয়েন্টস কমিটি অব ক্যাবিনেট।

আরও পড়ুন: দেশের ৯৩ শতাংশ রাজনৈতিক চাঁদাই গিয়েছে বিজেপির তহবিলে, প্রকাশ নয়া রিপোর্টে

তার বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ থেকে মুক্তি পেতে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ছুটিতে পাঠানো সিবিআইয়ের বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানা। যদিও গত ১১ জানুয়ারি তাঁর সেই আবেদন নাকচ করে আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ করতে সিবিআইকে দশ সপ্তাহ সময়সীমাও বেঁধে দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুন: ব্যর্থ ‘অভ্যুত্থান’! মুখ বাঁচাতে সিদ্দাগঙ্গার মঠে ঠাঁই নিলেন ইয়েদুরাপ্পা

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rakesh Asthana CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE