Advertisement
E-Paper

‘মিশেল মামা’-র জন্যই রাফাল চুক্তিতে আপত্তি? রাহুলকে বক্রোক্তিতে বিঁধলেন মোদী

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়, ফরাসি বিমান প্রস্তুতকারক সংস্থার প্রতিদ্বন্দ্বী সংস্থা ইউরোফাইটারের হয়ে মিডলম্যানের কাজ করতেন ক্রিশ্চিয়ান মিশেল। সেই কারণেই কি রাফাল নিয়ে আপত্তি কংগ্রেস ও গাঁধী পরিবারের? কৌশলে এ ভাবেই রাফাল কাণ্ডেও গাঁধী পরিবারের নাম জড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী। এই প্রশ্ন টুইটও করা হয়েছে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডলে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ১৫:০৫
রাফালে কংগ্রেসকে জড়়ালেন নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

রাফালে কংগ্রেসকে জড়়ালেন নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

ভিভিআইপি হেলিকপ্টার দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলের স্বার্থ দেখতে গিয়েই কি রাফাল চুক্তিতে আপত্তি কংগ্রেসের? মহারাষ্ট্রের শোলাপুরে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্ন ছুঁড়ে দিলেন কংগ্রেস ও গাঁধী পরিবারের দিকে। প্রধানমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ কিছু দিন আগেই একটি রিপোর্টে প্রকাশিত হয় যে অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেল ফ্রান্সের রাফাল কোম্পানির প্রতিদ্বন্দ্বী সংস্থার সঙ্গে কাজ করতেন। সেই প্রসঙ্গ টেনে এনেই মোদীর কটাক্ষ, তা হলে কি ‘মিশেল মামা’-র জন্যই রাফালে আপত্তি কংগ্রেসের।

উচ্চবর্ণের জন্য সংরক্ষণ, নাগরিকত্ব সংশোধনী বিল-সহ একাধিক ইস্যুতে এই মুহূর্তে উত্তাল সংসদের শীতকালীন অধিবেশন। কিন্তু ‘রাফাল ভূত’ কিছুতেই পিছু ছাড়ছে না দেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সংসদের চৌহদ্দি ছাড়িয়ে সেই বিতর্ক নেমে এসেছে রাজপথেও। সেই রাফাল কাণ্ডেই এ বার খোদ গাঁধী পরিবার এবং কংগ্রেসকে জড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী।

কিছু দিন আগেই ভারতে নিয়ে আসা হয়েছে ভিভিআইপি হেলিকপ্টার দুর্নীতিতে মূল অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলকে। তাঁকে গ্রেফতারও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মুহূর্তে তাঁকে রাখা আছে বিচারবিভাগীয় হেফাজতে। কিছু দিন আগেই আদালতকে ইডি জানায়, আরও বেশ কিছু প্রতিরক্ষা চুক্তিতে হাত আছে মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলের। এই সব চুক্তি থেকে কাটমানি বা কমিশন নেওয়ার কথাও আদালতকে জানায় ইডি। এর আগে এক জন ইতালীয় মহিলার ছেলের সঙ্গে বৈঠকের কথাও পাওয়া যায় মিশেলের একটি চিঠিতে। পাশাপাশি জানানো হয়, হেলিকপ্টার দুর্নীতি থেকে পাওয়া ‘কাটমানি’ ভারতীয় বায়ুসেনা, প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন আধিকারিক, আমলা, রাজনীতিক এবং ভারতের একটি রাজনৈতিক পরিবারকে দিয়েছিল ক্রিশ্চিয়ান মিশেল। সেই রাজনৈতিক পরিবারই হল গাঁধী পরিবার, বিভিন্ন সময় এমন ইঙ্গিতও দিয়েছে মোদী সরকার।

আরও পড়ুন: ‘রাফাল থেকে প্রধানমন্ত্রীকে কেউ বাঁচাতে পারবে না’, সুপ্রিম কোর্টের রায় হাতিয়ার করে তোপ রাহুলের

ইডি আদালতকে এই বক্তব্য জানানোর সময়ই একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়, ফরাসি বিমান প্রস্তুতকারক সংস্থার প্রতিদ্বন্দ্বী সংস্থা ইউরোফাইটারের হয়ে মিডলম্যানের কাজ করতেন ক্রিশ্চিয়ান মিশেল। সেই কারণেই কি রাফাল নিয়ে আপত্তি কংগ্রেস ও গাঁধী পরিবারের? কৌশলে এ ভাবেই রাফাল কাণ্ডেও গাঁধী পরিবারের নাম জড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী। এই প্রশ্ন টুইটও করা হয়েছে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডলে।

শোলাপুরের সভায় তাঁর প্রশ্ন, ‘‘ মিশেল মামা অন্য কোনও কোম্পানির হয়ে লবি করতেন। কংগ্রেস নেতৃত্ব এখন খুব চিৎকার করছেন। কিন্তু মিশেল মামার সঙ্গে তাঁদের সম্পর্ক কী? এই উত্তর চাই। দেশের চৌকিদার ওঁদের কাছে এই প্রশ্নের উত্তর চাইবে। ’’

বিজেপি বিভিন্ন সময় অভিযোগ জানিয়েছে, ক্রিশ্চিয়ান মিশেলের হাতযশেই ফ্রান্সের রাফাল সংস্থার কাছ থেকে ১২৬ যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। কংগ্রেসের অবশ্য অভিযোগ, অনিল অম্বানীর সংস্থা রিলায়েন্স ডিফেন্সকে সুবিধে পাইয়ে দিতেই বেশি দামে রাফাল সংস্থার থেকে যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে মোদী সরকার। অন্য দিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য ভিভিআইপিদের জন্য হেলিকপ্টার কিনতে অগুস্তা ওয়েস্টল্যান্ড সংস্থার সঙ্গে ৩,৬০০ কোটি টাকার চুক্তি করেছিল তৎকালীন ইউপিএ সরকার। সেই চুক্তিতে প্রায় ৪২৩ কোটি টাকার কাটমানি বিভিন্ন ব্যক্তির পকেটে ঢুকেছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: হ্যালকে বন্ধ করাই মোদীর চক্রান্ত: রাহুল

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Rafale Christian Michel VVIP Chopper Scam Narendra Modi Rahul Gandhi Gandhi Family
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy