কেউ করোনারভাইরাসের বিপদের গুরুত্ব না বুঝেই রোজ ভিড়ের মধ্যে গিয়ে বাজার করছেন, কেউ আবার সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রয়োজনীয় কাজ সারছেন। আর দূরত্ব বজায় রাখতে অভিনব সব উপায় খুঁজে বের করছেন সাধারণ মানুষ। তেমনই এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বেশ কয়েকটি টুইটার হ্যান্ডলে এমন একটি ছবি পোস্ট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কী ভাবে দূরত্ব বজায় রেখে দুধ বিক্রির ব্যবস্থা করেছেন এক দুধ-ব্যবসায়ী। দেখা যাচ্ছে, হেলমেট পরে রাস্তায় দাঁড়িয়ে এক বিক্রেতা, বাইকে করে দুধের ক্যান নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন।
মোটরসাইকেলে ছোট বড় মোট চারটি দুধের ক্যান দেখা যাচ্ছে। আর দুধ দেওয়ার জন্য তিনি বাইকের পিছনের সিটের উপর একটি মোটা প্লাস্টিকের পাইপ বেঁধে দিয়েছেন। নিজের দিকের অংশে একটি ফানেল দিয়ে দুধ ঢালছেন। আর ক্রেতার দিকের অংশে পাইপটির নীচে পাত্র পেতে রয়েছেন এক ব্যক্তি। ফানেলে দুধ ঢালতে পাইপ বেয়ে দিব্বি ক্রেতার পাত্রে চলে যাচ্ছে দুধ।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের শুনানির সময় বাথরুমে ফ্লাশের শব্দ শুনল গোটা বিশ্ব
এমন ব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার মধ্যে তিন ফুটের বেশিই দূরত্ব থাকছে। তবে টাকা কী ভাবে নিচ্ছেন, তা উল্লেখ করা হয়নি টুইটে। হতে পারে তার জন্যও ডিজিটাল বা সংস্পর্শ এড়িয়ে, দূরত্ব বজায় রেখেই লেনদেনের কোনও পথ বেছে নিয়েছেন।
আরও পড়ুন: লকডাউনের মাঝে গোয়ায় ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থার! ছবি শেয়ার করলেন মুখ্যমন্ত্রী
ছবিটি কবে, কোথায় তোলা হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি টুইটার হ্যান্ডলে ছবিটি ঘুরছে। সেখান থেকে শেয়ারও হয়েছে প্রচুর অ্যাকাউন্টে।
দেখুন সেই পোস্ট:
Respect For The MilkMan.
— कुमार मनीष l Kumar Manish (@kumarmanish9) May 7, 2020
New ways of maintaining #SocialDistancing in our daily lives.
PS: Hope he cleans the pipe daily 😊 pic.twitter.com/iEBCtwA00k
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)