Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus

দেশে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১৮১৩ জনের, মোট আক্রান্ত ৩১৭৮৭

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭১ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১০০৮।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ১০:৩১
Share: Save:

দ্বিতীয় দফার লডকাউনে মেয়াদ শেষ হচ্ছে ৩ মে। সংক্রমণের নিরিখে গোটা দেশকে তিন ভাগে ভাগ করে অর্থনীতির চাকা গড়ানোর পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এর মাঝেই দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৩২ হাজার ছুঁইছুঁই। বুধবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোরনাভাইরাসের সংক্রমণ হয়েছে ১৮১৩ জনের। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১৭৮৭। তবে বুধবার ফের সংক্রমণ বৃদ্ধির হার কিছুটা বাড়ায় উদ্বেগ বেড়েছে।

বুধবারই দেশে মৃতের সংখ্যা ছাড়িয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭১ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১০০৮। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪০০ জনের। মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সে রাজ্যে মৃত্যু হয়েছে ১৮১ জনের। মধ্যপ্রদেশের মারা গিয়েছেন ১১৯ জন। দিল্লিতে ৫৪ এবং রাজস্থানে ৫১ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে সংক্রমণের হার প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিমধ্যেই ওই রাজ্যে ৯ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত। গুজরাতে সমক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭৪ জন। দিল্লিতে আক্রান্ত ৩ হাজার ৩১৪ জন। মধ্যপ্রদেশে আক্রান্ত ২ হাজার ৫৬১ জন। রাজস্থানে ২ হাজার ৩৬৪ জন ও তামিলনাড়ুতে ২ হাজার ৫৮ জন। তেলঙ্গানার ১ হাজার ১২ জন সংক্রমিত হয়েছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১১৯ জন তবে রাজ্য সরকারের হিসেবে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫০। বুধবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে ২২ জনের।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: নকভির তবলিগি নিন্দার পরেই প্রশ্ন প্লাজ়মা চিকিৎসায়​

আরও পড়ুন: ‘মুসলিম বিক্রেতা এড়ান’, বিতর্কে বিধায়ক

সারা দেশে এখনও পর্যন্ত ৭ হাজার ৬৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা, এই তিনটি ক্ষেত্রেই দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে মহারাষ্ট্র।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE