Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Coronavirus

পরিযায়ী শ্রমিক, পর্যটক, পডু়য়াদের ঘরে ফেরায় ছাড়পত্র কেন্দ্রের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের  নির্দেশিকায় বলা হয়েছে পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে পারবেন।

এ ভাবেই বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন অনেকে। তাঁদের ঘরে ফেরার অনুমতি দিল কেন্দ্র। —ফাইল চিত্র

এ ভাবেই বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন অনেকে। তাঁদের ঘরে ফেরার অনুমতি দিল কেন্দ্র। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ১৮:৫২
Share: Save:

লকডাউনের ঘোষণার পর বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন। অনেকে আবার পড়াশোনার জন্য বা বেড়াতে গিয়েও অন্য রাজ্যে বিপাকে পড়েছেন। লকডাউন শেষ হচ্ছে আগামী ৩ মে। তার আগেই এই আটকে পড়াদের ঘরে ফেরায় ছাড়পত্র দিল কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে। তবে করোনার উপসর্গ বা আক্রান্ত হলে কোনও ভাবেই ঘরে ফেরা যাবে না বলেও জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে পারবেন। পাশাপাশি পড়াশোনা করতে বা বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদেরও নিজের রাজ্যে ফেরার ছাড়পত্র দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। তবে যাঁদের করোনাভাইরাসে সংক্রমণের কোনও লক্ষণ বা উপসর্গ নেই, তাঁরাই ফিরতে পারবেন।

নির্দেশিকায় রয়েছে, ‘‘যাঁরা নিজের রাজ্যে ফিরতে চান, তাঁদের স্ক্রিনিং করা হবে। যাঁদের কোনও উপসর্গ নেই, তাঁদেরই ছাড়া হবে।’’ রাজ্য সরকারগুলিকে তার জন্য নোডাল অফিসার নিয়োগ করে নিয়মকানুন ঠিক করার কথাও রয়েছে ওই নির্দেশিকায়।

নয়া নির্দেশিকায় কী কী বলা হয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Coronavirus Lockdown COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE