Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National News

রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি থেকে বাদ রাজনাথ, অমিত ৮টিতেই

এই প্রথম যিনি ঠাঁই পেলেন কোনও কেন্দ্রীয় মন্ত্রিসভায়, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ ৮টি কমিটিরই সদস্য করা হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে, নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনিই ‘অমিত পরাক্রমশালী’।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ১৩:১২
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দু’নম্বর কে, সেই প্রশ্নের জবাব মিলল বুধবার। আরও বেশি শক্তি নিয়ে দ্বিতীয় বার দিল্লির কুর্সিতে বসার পর ‘পুরনো বন্ধু’ অমিত শাহের উপরেই সবচেয়ে বেশি আস্থা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবটুকু ভরসা রাখলেন তাঁর চার দশকের বিশ্বাসভাজনের উপর।

এই প্রথম যিনি ঠাঁই পেলেন কোনও কেন্দ্রীয় মন্ত্রিসভায়, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ ৮টি কমিটিরই সদস্য করা হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে, নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনিই ‘অমিত পরাক্রমশালী’। ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ রাজনীতি বিষয়ক কমিটি থেকে বাদ পড়েছেন বর্ষীয়ান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। বাদ পড়েছেন আরও একটি উল্লেখযোগ্য কমিটি থেকে। ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ ওই ৮টি কমিটির মধ্যে ৬টির শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে, অঘোষিত থেকে অম়িত ঘোষিত দু’নম্বর হয়ে গেলেন দ্বিতীয় মোদী মন্ত্রিসভায়, এমনটাই বলছে রাজনৈতিক মহল।

বুধবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, ক্যাবিনেটের ওই ৮টি কমিটিই ঢেলে সাজা হয়েছে। অমিতের নাম রয়েছে নতুন ৮টি কমিটিতে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ রয়েছেন ৬টি কমিটিতে। কেন্দ্রীয় ক্যাবিনেটের ওই গুরুত্বপূর্ণ কমিটিগুলির মধ্যে রয়েছে, নিয়োগ কমিটি, স্থান নির্ধারণ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি, সংসদ বিষয়ক কমিটি, রাজনীতি বিষয়ক কমিটি, নিরাপত্তা বিষয়ক কমিটি, বিনিয়োগ ও বৃদ্ধি সংক্রান্ত কমিটি এবং চাকরি ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটি।

আরও পড়ুন- মাওবাদী নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর​

আরও পড়ুন- সভাপতির পদ ছাড়ছেন না শাহ, মানছেন না দলের ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ম​

ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ কমিটিগুলি ঢেলে সাজার ক্ষেত্রে যা সকলেরই নজর কেড়েছে, তা হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে সবক’টি কমিটিরই সদস্য করে পরোক্ষে বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দ্বিতীয় এনডিএ সরকারের দ্বিতীয় ব্যক্তিটি আসলে কে। প্রথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কেন্দ্রীয় ক্যাবিনেটের রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তিই। যেটা সকলের আরও নজর কেড়েছে, তা হল; স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও ‘বিনিয়োগ ও বৃদ্ধি’ এবং ‘চাকরি ও দক্ষতা উন্নয়ন’ কমিটিতে ঠাঁই পেয়েছেন অমিত শাহ।

গত ৫ বছরে যিনি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলেছেন আর প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতিতে কার্যত দ্বিতীয় ব্যক্তির ভূমিকা পালন করেছেন মন্ত্রিসভার বৈঠকগুলিতে, সেই বর্ষীয়ান রাজনাথ সিংহ এ বার স্বরাষ্ট্র মন্ত্রক পাননি। তাঁকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। কিন্তু তাঁকে ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতি বিষয়ক কমিটি থেকে এ বার বাদ দেওয়া হয়েছে। তবে তাঁর গুরুত্বকে যে একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে এ বার ক্যাবিনেট কমিটিগুলির রদবদলে, তা অবশ্য নয়। রাজনাথকে ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতি বিষয়ক কমিটির সদস্য করা হয়েছে।

ক্যাবিনেটের নতুন রাজনীতি বিষয়ক কমিটির সদস্য করা হয়েছে নিতিন গডকড়ী, নির্মলা সীতারামন, রামবিলাস পাসোয়ান, নরেন্দ্র তোমর, রবিশঙ্কর প্রসাদ, হর্ষ বর্ধন, পীযূষ গয়াল, অরবিন্দ সাবন্ত, প্রহ্লাদ জোশী, হরসিমরাত কউর বাদলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE