Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kumbh Mela

শুরুর একদিন আগে কুম্ভমেলায় আগুন

এ দিন সকালে দিগম্বর ঘাটের কাছে, দিগম্বর আখড়ার শিবিরে, রান্না করার প্যান্ডেলে প্রথম আগুন লাগে।

কুম্ভমেলায় অগ্নিকাণ্ড। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

কুম্ভমেলায় অগ্নিকাণ্ড। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৪:১০
Share: Save:

মঙ্গলবার থেকে শুরু কুম্ভমেলা। তার একদিন আগে বিপত্তি। সোমবার সকালে প্রয়াগরাজের মেলাপ্রাঙ্গণে একটি শিবিরে অগ্নিকাণ্ড ঘটে। তাতে পুড়ে যায় বেশ কিছু তাঁবু। তবে কেউ হতাহত হননি।

এ দিন সকালে দিগম্বর ঘাটের কাছে, দিগম্বর আখড়ার শিবিরে, রান্না করার প্যান্ডেলে প্রথম আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পাশের তাঁবুগুলিতে। খবর পেয়েই সেখানে হাজির হয় স্থানীয় পুলিশ। এসে পৌঁছয় দমকলবাহিনীও। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও এসে হাজির হয়। কয়েক মিনিটের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়।

দিগম্বর আখড়ায় রান্নার জন্য যে প্যান্ডেল বাঁধা হয়েছিল, সেখানে গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন ধরে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পরে তা ছড়িয়ে পড়ে অন্যা তাঁবুগুলিতে।

আগুন নেভানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: ‘মাথা কেটে ফুটবল খেলা’ হাওড়ার সেই রামুয়া খুন! গভীর রাতে খড়দহের ফ্ল্যাটে ঢুকে গুলি​

আরও পড়ুন: বিষে খুন! এনআরএসে দেহ ১৬ কুকুরছানার​

কুম্ভমেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক অফিসার জানান, “আগুন নেভানো সম্ভব হয়েছে। আপাতত এলাকাটি খালি করে দেওয়া হয়েছে। হতাহতের খবর নেই। আহতও হননি কেউ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE