Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কাশ্মীরে ভিডিয়ো বার্তা ৩ পুলিশের,অস্বস্তিতে সরকার

কয়েক জন জঙ্গির পরিবারের সদস্যকে গ্রেফতার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। তারই পাল্টা হিসেবে পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের অপহরণ করে জঙ্গিরা। চাপে পড়ে হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকুর বাবা-সহ জঙ্গিদের পরিবারের সদস্যদের ছেড়ে দেয় পুলিশ। পরে পুলিশকর্মীদের আত্মীয় ও তিন পুলিশকর্মীকে মুক্তি দেয় জঙ্গিরা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শ্রীনগর ও নয়াদিল্লি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৯
Share: Save:

কাশ্মীরে পুলিশকর্মীদের পরিবারের অপহৃত সদস্য ও তিন পুলিশকর্মীকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। কিন্তু সেইসঙ্গে ওই তিন পুলিশকর্মীর ভিডিয়ো প্রকাশ করেছে তারা। সেই ভিডিয়ো বার্তায় অস্বস্তিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।

কয়েক জন জঙ্গির পরিবারের সদস্যকে গ্রেফতার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। তারই পাল্টা হিসেবে পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের অপহরণ করে জঙ্গিরা। চাপে পড়ে হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকুর বাবা-সহ জঙ্গিদের পরিবারের সদস্যদের ছেড়ে দেয় পুলিশ। পরে পুলিশকর্মীদের আত্মীয় ও তিন পুলিশকর্মীকে মুক্তি দেয় জঙ্গিরা।

জঙ্গিদের প্রকাশিত ভিডিয়ো বার্তায় রাজ্যের ডিজি এস পি বৈদ্যকে তিন পুলিশকর্মীকে উদ্দেশ করে কথা বলতে দেখা গিয়েছে। তাঁদের বক্তব্য, ‘‘হয় আমাদের নিরাপত্তা দিন। তা না হলে জঙ্গিদের বাড়ি পোড়াতে বলবেন না। এতে আমাদের পরিবারের নিরাপত্তা বিপন্ন হচ্ছে।’’ অন্য এক ভিডিয়োয় পুলওয়ামার বাসিন্দা এক কনস্টেবল জানিয়েছেন, তিনি আর কাজ করতে রাজি নন।

বাহিনীর প্রাক্তন শীর্ষ কর্তাদের মতে, কাশ্মীরে লড়াইয়ের এই নয়া কৌশলে বড় ধাক্কা খেতে পারে বাহিনীর মনোবল। এক প্রাক্তন শীর্ষ কর্তার কথায়, ‘‘উপত্যকায় বেশির ভাগ অভিযানই হয় স্থানীয় পুলিশের দেওয়া তথ্যের উপরে নির্ভর করে। তাই পুলিশকর্মীদের নিশানা করা হচ্ছে।’’ এক আধাসেনা
কর্তার বক্তব্য, ‘‘দেখতে হবে জওয়ানেরা এই পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে পরিস্থিতি যে কঠিন তাতে সন্দেহ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kashmir Video police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE