Advertisement
E-Paper

আপনি কি ব্রিটিশ নাগরিক? ১৫ দিনের মধ্যে অবস্থান স্পষ্ট করুন, রাহুলকে নোটিস স্বরাষ্ট্র মন্ত্রকের

আগামী ১৫ দিনের মধ্যে এ নিয়ে নিজের অবস্থান জানাতে হবে— এই নোটিসই রাহুলকে পাঠিয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১২:৩৯
রাহুল গাঁধী ও রাজনাথ সিংহ। ফাইল চিত্র।

রাহুল গাঁধী ও রাজনাথ সিংহ। ফাইল চিত্র।

নিজের নাগরিকত্ব নিয়ে রাহুল গাঁধীর অবস্থান জানতে তাঁকে নোটিস পাঠালো দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যমস্বামীর একটি অভিযোগের প্রেক্ষিতেই এই নোটিস বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। স্বামীর দাবি, রাহুল আসলে ব্রিটিশ নাগরিক। সেই অভিযোগের প্রেক্ষিতেই আগামী ১৫ দিনের মধ্যে এ নিয়ে নিজের অবস্থান জানাতে হবে— এই নোটিসই রাহুলকে পাঠিয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক এবং রাহুল গাঁধীর বোন প্রিয়ঙ্কা গাঁধী এই নোটিসের প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘‘হারের ভয়েই রাহুলকে এই নোটিস পাঠানোর চক্রান্ত করেছে বিজেপি।’’

২০১৫ সালে রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রথম প্রশ্ন তোলেন বিজেপি নেতা এবং সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তার পর বিভিন্ন সময় এই প্রসঙ্গ তুলেছেন তিনি। যদিও প্রতি বারই সেই দাবি উড়িয়েছেন রাহুল। ২০১৬ সালে স্বামীর বিরুদ্ধে দেশকে বিভ্রান্ত করার অভিযোগ এনেছিলেন তিনি। কোনও তথ্য প্রমাণ ছাড়াই এই দাবি করছেন স্বামী, এই অভিযোগও করেছিলেন রাহুল গাঁধী।

সেই প্রসঙ্গেই রাহুল গাঁধীকে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের নাগরিকত্ব বিভাগের অধিকর্তা বি সি যোশী। সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘‘সু্ব্রহ্মণ্যম স্বামীর কাছ থেকে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। সেখানে বলা হয়েছে, ২০০৩ সালে ইংল্যান্ডে ব্যাকঅপস লিমিটেড নামের একটি কোম্পানি নথিভুক্ত করা হয়। ৫১ সাউথগেট স্ট্রিট, উইনচেস্টার, হ্যাম্পশায়ার, ঠিকানার এই কোম্পানিটির সেক্রেটারি এবং অন্যতম ডিরেক্টর আপনিই, এমনটাই দাবি করেছেন স্বামী।’’

স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, ‘‘২০০৫ এর ১০ অক্টোবর এবং ২০০৬ এর ৩১ অক্টোবর এই কোম্পানির প্রকাশিত বার্ষিক রিপোর্টেও বলা হয়েছে আপনি ব্রিটিশ নাগরিক এবং আপনার জন্মদিন ১৯৭০ সালের ১৯ জুন।’’

রাহুলকে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠির অংশ। ছবি: সংগৃহীত।

এর পরই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাহুলকে সেই চিঠিতে বলা হয়েছে, ‘‘এই নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে আপনার স্পষ্ট অবস্থান জানাতে অনুরোধ করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।’’

আরও পড়ুন: মোদী-শাহের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস

লোকসভা নির্বাচনের মুখেই রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিকে অবশ্য চক্রান্ত হিসেবেই দেখছে কংগ্রেস। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া নোটিস প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সঞ্জয় ঝা বলেছেন, ‘‘আতঙ্ক থেকেই এই কাজ করছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি।’’ প্রিয়ঙ্কা গাঁধীও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শাসক বিজেপি যে লোকসভা নির্বাচনে হারের ভয় পাচ্ছে, তা স্পষ্ট এই নোটিস পাঠানোতেই। তাঁর কথায়, ‘‘সারা দেশ জানে রাহুল হিন্দুস্তানি। সবাই জানে ওঁর জন্ম এবং বড় হওয়া এখানেই।’’ এই অভিযোগকে ‘রাবিশ’ বলেও উড়িয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: হিমালয়ে ইয়েতি! বরফের বুকে বিশাল পায়ের ছাপ, ছবি শেয়ার করে এমনই জানাল ভারতীয় সেনা

Rahul Gandhi Home Ministry Citizenship United Kingdom
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy