Advertisement
E-Paper

যৌনসঙ্গী নির্বাচন ব্যক্তিগত ব্যাপার, মত কেন্দ্রীয় আইনমন্ত্রীর

কেন্দ্রীয় আইনমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে যে প্রশ্নটা উঠছে, তা হল, সমকাম সম্পর্ক নিয়ে কি তবে একটু অন্য রকম ভাবে ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৩:৩১
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। -ফাইল চিত্র।

কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। -ফাইল চিত্র।

কে কাকে যৌনসঙ্গী হিসেবে বেছে নেবেন, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়।

সর্বভারতীয় সংবাদপত্র ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

কেন্দ্রীয় আইনমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে যে প্রশ্নটা উঠছে, তা হল, সমকাম সম্পর্ক নিয়ে কি তবে একটু অন্য রকম ভাবে ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার?

সমকামকে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৭ ধারায় ‘অবৈধ’ বলা হয়েছে। ফলে, আইন মোতাবেক ভারতে এখনও সমকাম একটি শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ব পরিস্থিতি ও সামাজিক রদবদলের প্রেক্ষিতে সেই আইন সংশোধনের দাবি উঠেছে। তাতে বিজেপি-র মতো একটি কট্টর দক্ষিণপন্থী দলের নেতৃত্বে চলা কেন্দ্রের এনডিএ সরকারের সায় মিলবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে সঙ্গত কারণেই।

আরও পড়ুন- প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে ধন্দ

আইন সংশোধনের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা যে কম, তারই ইঙ্গিত মিলল কেন্দ্রীয় আইনমন্ত্রীর মন্তব্যে।

সাক্ষাৎকারে রবিশঙ্কর বলেছেন, ‘‘বহু সমাজব্যবস্থাই দ্রুত বদলাচ্ছে। ৩৭৭ নম্বর ধারা সম্পর্কে কেন্দ্রের অবস্থানও তেমনই একটি দৃষ্টান্ত।’’

আরও পড়ুন- অপব্যবহার হবে না ব্যক্তিগত তথ্য, আশ্বাস কেন্দ্রের​

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রীর কথা শেষমেশ কাজে বাস্তবায়িত হলে সমকামের ওপর এ দেশে আইনের চোখরাঙানি হয়তো বন্ধ হবে।

Section 377 Ravi Shankar Prasad Sexual Preference রবিশঙ্কর প্রসাদ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy