Advertisement
২৫ এপ্রিল ২০২৪
general-election-2019/national

বোরখা নিয়ে প্যাঁচে শিবসেনা

ঘটনা হল, বিশ্ব হিন্দু পরিষদ আর সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ছাড়া কাউকে পাশে পায়নি সেনা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ মে ২০১৯ ০১:৪৮
Share: Save:

গির্জায় হামলার ঘটনার জেরে বোরখা নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা। সেই উদাহরণ সামনে রেখে শিবসেনা ভারতেও তা চালু করার দাবি তুলেছে তাদের মুখপত্রে। কিন্তু এক দিকে বিরোধী দলগুলো, অন্য দিকে বিজেপিও এটা নিয়ে আপত্তি তোলায় সেনা-নেতারা এখন ঢোক গিলে বলছেন, ওটা নাকি ওঁদের মত নয়!

অথচ সেনার মুখপত্রে সম্পাদকীয়তে পরিষ্কার লেখা হয়েছে, ‘‘রাবণের দেশে হলে রামের অযোধ্যায় নয় কেন, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন।’’ ঘটনা হল, বিশ্ব হিন্দু পরিষদ আর সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ছাড়া কাউকে পাশে পায়নি সেনা। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালে বলেছেন, ‘‘বোরখা পরলেই কেউ জঙ্গি হয় না। বোরখা নিষিদ্ধ করা উচিত নয়।’’

বিজেপি সাংসদ এবং মুখপাত্র জিভিএল নরসিংহ রাও-ও বলেন, ‘‘ভারতে বোরখা নিষিদ্ধ করার প্রয়োজন নেই।’’ শিবসেনা নেতৃত্ব এখন বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন। সঞ্জয় রাউত বলেছেন, ‘‘তড়িঘড়ি নিষেধাজ্ঞার কথা বলিনি। বোরখা ব্যবহার করে যারা মুসলিমদের বদনাম করে, আমরা তাদের বিরুদ্ধে। কোনও হিন্দু প্রথা যদি সন্ত্রাসের প্রসারে সাহায্য করে, আমরা তারও বিরুদ্ধে।’’ সেনা মুখপাত্র নীলম গোরহে-ও বললেন, ‘‘দলীয় বৈঠকে এমন প্রস্তাব পাশ হয়নি। মনে হয় কেউ ব্যক্তিগত মতামত লিখেছেন!’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE