Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

তেজ বাহাদুরের মনোনয়ন বাতিল করল কমিশন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন বারাণসীর এসপি প্রার্থী

বারাণসীর নির্বাচনী আধিকারিক একটি বিবৃতিতে জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও কর্মী দুর্নীতি বা রাষ্ট্রের প্রতি আনুগত্যহীনতার জন্য বরখাস্ত হলে তিনি পাঁচ বছর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সেই বিষয়েই নথিপত্র চাওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিতে না পারায় মনোনয়ন বাতিল হয়েছে। 

দলীয় সমর্থকদের সঙ্গে তেজ বাহাদুর যাদব। —ফাইল চিত্র

দলীয় সমর্থকদের সঙ্গে তেজ বাহাদুর যাদব। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
বারাণসী শেষ আপডেট: ০১ মে ২০১৯ ১৭:৪৮
Share: Save:

সেনা জওয়ানদের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তুলে চাকরি খুইয়েছিলেন। দুর্নীতির অভিযোগ তুলেছিলেন পদস্থ কর্তাদের বিরুদ্ধে। সেই বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব এ বার লোকসভা ভোটে বারাণসী থেকে সমাজবাদী পার্টির হয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু সেই মনোনয়ন বাতিল করে দিল নির্বাচন কমিশন। বুধবার এই ঘোষণা করেছে কমিশন। তবে সমাজবাদী পার্টির দাবি, বেআইনি ভাবে তেজবাহাদুরের মনোনয়ন বাতিল করেছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তেজবাহাদুর।

কেন বাতিল হল মনোনয়ন? বারাণসীর নির্বাচনী আধিকারিক একটি বিবৃতিতে জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও কর্মী দুর্নীতি বা রাষ্ট্রের প্রতি আনুগত্যহীনতার জন্য বরখাস্ত হলে তিনি পাঁচ বছর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সেই বিষয়েই নথিপত্র চাওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিতে না পারায় মনোনয়ন বাতিল হয়েছে।

গতকাল মঙ্গলবারই নির্বাচন কমিশন তেজবাহাদুরকে একটি চিঠি পাঠায়। তিনি বিএসএফ থেকে বরখাস্ত হয়েছিলেন কি না, সেই বিষয়টিই ব্যাখ্যা করতে বলা হয় এবং নথিপত্র চেয়ে পাঠায় কমিশন। সময়সীমা ছিল মঙ্গলবার সন্ধে সওয়া ৬টা। এ দিন মনোনয়ন বাতিলের ঘোষণার পর সমাজবাদী পার্টির প্রার্থী বলেন, ‘‘গতকাল (মঙ্গলবার) সন্ধে ৬টা ১৫ মধ্যে আমাকে নথিপত্র জমা দিতে বলা হয়। কিন্তু আমরা বুধবার বেলা ১১টা পর্যন্ত সময় চেয়ে নিই। সেই সময়ের মধ্যে নথিপত্র জমাও দিয়েছি। কিন্তু তার পরও আমার মনোনয়ন বাতিল হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব।’’

আরও পডু়ন: উচ্চারণ নিয়ে মমতাকে ব্যঙ্গ করে টুইটারে ট্রোলড সূর্যকান্ত মিশ্র

আরও পড়ুন: বাংলায় ১১৫ কিলোমিটার বেগে ‘ছোবল’ মারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী

বিএসএফ জওয়ানদের অত্যন্ত নিম্নমানের এবং সামান্য পরিমাণ খাবার দেওয়ার অভিযোগ তুলে ২০১৭ সালে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন তেজ বাহাদুর। সেই খাবারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। পাশাপাশি তাঁর বক্তব্য ছিল, কেন্দ্রের সরকার কম বা নিম্নমানের খাবার দেয় না। বরং সেনা অফিসাররা সেই খাবার বিক্রি করে দেন বলেও অভিযোগ তুলেছিলেন তেজ বাহাদুর। সেই ভিডিয়ো ঘিরে ব্যাপক আলোড়ন পড়ে যায়। ২০১৯ সালে তাঁকে কোর্ট মার্শাল করে চাকরি থেকে বরখাস্ত করে বিএসএফ। সেনার অভ্যন্তরীণ তথ্য সর্বসমক্ষে নিয়ে আসার অভিযোগের পাশাপাশি এক পদস্থ কর্তার দিকে বন্দুক তাক করার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

এই পরিস্থিতিতে এ বার লোকসভা ভোটে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে এসপি-র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তেজবাহাদুর। এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আপাতত মোদী-তেজবাহাদুর যুদ্ধের বল সুপ্রিম কোর্টে গড়াচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বারাণসী কেন্দ্রে ভোটগ্রহণ ১৯ মে, শেষ দফায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE