Advertisement
০২ মে ২০২৪
National News

‘নমো টিভি’ নিয়ে নোটিস কমিশনের, ‘চ্যানেল নয়, বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম’, বলল কেন্দ্র

বিরোধীদের অভিযোগ, নির্বাচনের নির্ঘণ্ট কার্যকরী হওয়ার পর ওই চ্যানেল চালু করা বিধিভঙ্গের শামিল।

নমো টিভি নিয়ে কমিশনের নোটিসের জবাব দিল কেন্দ্র।

নমো টিভি নিয়ে কমিশনের নোটিসের জবাব দিল কেন্দ্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ১৫:০৮
Share: Save:

নির্বাচনী বিধি কার্যকরী হওয়ার পরও কীভাবে ‘নমো টিভি’ উদ্বোধন হল? এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি। তার জেরে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের জবাব চেয়েছিল কমিশন। তার জবাবে মন্ত্রক জানাল, নমো টিভি কোনও লাইসেন্সধারী চ্যানেল নয়। ডিরেক্ট টু হোম বিজ্ঞাপনী পরিষেবা। এর জন্য বিজ্ঞাপন এবং অন্যান্য খরচ বহন করছে বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবং পদবীর আদ্যক্ষর নিয়েই চ্যানেলের নাম ‘নমো’। গত ৩১ মার্চ এই চ্যানেলের উদ্বোধন হয়। নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার, সরকারের সাফল্যের প্রচার থেকে শুরু করে বিজেপি নেতাদের সাক্ষাৎকারের মতো বিষয় ওই চ্যানেলে সম্প্রচার চলছে। কিন্তু বিরোধীদের অভিযোগ, নির্বাচনের নির্ঘণ্ট কার্যকরী হওয়ার পর ওই চ্যানেল চালু করা বিধিভঙ্গের শামিল।

এই দাবি নিয়েই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানায় কংগ্রেস এবং বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রককে নোটিস পাঠিয়ে রিপোর্ট চেয়েছিল কমিশন। মন্ত্রক সূত্রে খবর, কমিশনের জবাবে রিপোর্টে জানানো হয়েছে, ওই টিভি চ্যানেলটি প্রথাগত ২৪ঘণ্টার চ্যানেলগুলির মতো নয়। এটি একটি ডিরেক্ট টু হোম পরিষেবা, যার সমস্ত খরচ বহন করছে একটি রাজনৈতিক দল (বিজেপি)।

আরও পড়ুন: বাংলার উন্নয়নে স্পিড ব্রেকার দিদি, শিলিগুড়ির সভা থেকে মমতাকে ঝাঁঝালো আক্রমণ মোদীর

আরও পডু়ন: রাফাল দুর্নীতি নিয়ে লেখা বই রুখতে গিয়ে মুখ পুড়ল নির্বাচন কমিশনের

চ্যানেল উদ্বোধনের দিনই আবার মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের প্রায় এক ঘণ্টা সরাসরি সম্প্রচার করেছিল সরকারি টিভি চ্যানেল দূরদর্শন। নির্বাচনী বিধি কার্যকর হওয়ার পর সরকারি চ্যানেল কী ভাবে মোদীর রাজনৈতিক অনুষ্ঠান এক ঘণ্টা ধরে সম্প্রচার করল, তা নিয়েও প্রশ্ন ওঠে। ‘নমো টিভি’র পাশাপাশি এই বিষয়টি নিয়েও লিখিত নালিশ জানায় কংগ্রেস। সেই অভিযোগের ভিত্তিতে দূরদর্শনকেও নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। যদিও দূরদর্শন কর্তৃপক্ষের তরফে এখনও সেই নোটিসের জবাব দেওয়া হয়নি বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কিন্তু শুধু নোটিস পাঠানো বা তার জবাবে সন্তুষ্ট নয় বিরোধীরা। কেন শো কজ নোটিস পাঠানো হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টির আইনজীবী সেল। সেলের বক্তব্য, ‘‘নমো চ্যানেলে যে সব বিজ্ঞাপন বা প্রচার করা হবে, তার তদারকি করবে কে? বিজ্ঞাপনের বিষয়বস্তু এবং খরচ নিয়ে তদারকি করতে কমিশনের যে মিডিয়া সেল রয়েছে, সেখানে কি বিজেপি এর জন্য প্রয়োজনীয় অনুমোদন নিয়েছে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE