Advertisement
E-Paper

‘ভারতের জয় হল! সকলকে নিয়েই গড়ব’, টুইটে মোদী

টুইটে মোদী লিখেছেন, ‘‘সকলকে সঙ্গে নিয়ে, সকলের বিশ্বাস অর্জন করে সকলের বিকাশ ঘটিয়েই ভারত বিজয়ী হয়েছে। আমরা সকলে এক সঙ্গে থেকেছি। একই সঙ্গে বেড়ে উঠেছি। সকলে একজোট হয়েই আমরা শক্তিশালী দেশ গড়ে তুলব।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৯ ১৭:৫৯
গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

ফের ভারতের জয় হল।! সকলকে নিয়েই আমরা শক্তিশালী দেশ গড়ে তুলব। ফলাফল ঘোষণার মধ্যেই বৃহস্পতিবার তাঁর টুইটে এই অঙ্গীকার করলেন ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী।

টুইটে মোদী লিখেছেন, ‘‘সকলকে সঙ্গে নিয়ে, সকলের বিশ্বাস অর্জন করে সকলের বিকাশ ঘটিয়েই ভারত বিজয়ী হয়েছে। আমরা সকলে এক সঙ্গে থেকেছি। একই সঙ্গে বেড়ে উঠেছি। সকলে একজোট হয়েই আমরা শক্তিশালী দেশ গড়ে তুলব।’’

ভোটারদের ধন্যবাদ জানিয়ে আর একটি টুইটে মোদী লিখেছেন, ‘‘আপনারা আমাদের জোটের উপর যে ভাবে আস্থা রেখেছেন, তা আমাদের আরও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করেছে।’’

ও দিকে, ভোটারদের ধন্যবাদ জানাতে গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ এ দিনতাঁর টুইটে লেখেন, ‘‘বিরোধীদের অপপ্রচার, মিথ্যাচার, ব্যক্তিগত আক্ষেপ এবং ভিত্তিহীন রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ। আজকের এই ফলাফলে এও প্রমাণিত হয়েছে যে, ভারতবাসী জাতিবাদ, পরিবারতন্ত্র এবং তুষ্টিকরণের রাজনীতি উপড়ে ফেলে দিয়ে উন্নয়ন এবং রাষ্ট্রবাদকেই বেছে নিয়েছেন।’’

আরও পড়ুন- ভরসা শুধুই অরুণাচল, অন্ধ্র, ওড়িশার বিধানসভা ভোটে দাগ কাটতে পার না বিজেপি​

আরও পড়ুন- উত্তরপ্রদেশে ছুটল বিজেপির অশ্বমেধের ঘোড়া, মুখ থুবড়ে পড়ল বুয়া-বাবুয়ার মহাজোট​

PM Modi Xi Jinping Lok Sabha Election 2019 নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy