Advertisement
১১ মে ২০২৪

মোদী হাওয়া নেই, চড়াও শরিকেরা

কয়েক বছর ধরে লাগাতার স্নায়ুযুদ্ধ চালিয়ে অবশেষে মহারাষ্ট্রে সমঝোতা করে লড়ছে বিজেপি-শিবসেনা। কিন্তু তিন দফা ভোটের পর সেই শিবসেনাই এখন বলছে, দেশে কোনও এক দলের সরকার হবে না।

শিবসেনাই এখন বলছে, দেশে কোনও এক দলের সরকার হবে না।

শিবসেনাই এখন বলছে, দেশে কোনও এক দলের সরকার হবে না।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ০২:০৭
Share: Save:

তিন দফার ভোট হয়ে গেল। এখনও পর্যন্ত দেশজুড়ে নরেন্দ্র মোদীর পক্ষে আগের মতো কোনও হাওয়া দেখতে পারছে না শাসক দল। বিজেপির একার জোরে সরকার বানানো কঠিন বলে মানছেন অনেকে। এমন পরিস্থিতিতে বিজেপির উপর চড়াও হওয়া শুরু করলেন শরিক দলের নেতারাও।

কয়েক বছর ধরে লাগাতার স্নায়ুযুদ্ধ চালিয়ে অবশেষে মহারাষ্ট্রে সমঝোতা করে লড়ছে বিজেপি-শিবসেনা। কিন্তু তিন দফা ভোটের পর সেই শিবসেনাই এখন বলছে, দেশে কোনও এক দলের সরকার হবে না। শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন, “যে ছবি আমার সামনে আসছে, তাতে দেশে কোনও একটি দল ক্ষমতায় আসবে না। ক্ষমতায় আসবে এনডিএ। আমরা সকলে এনডিএ-র শরিক। এনডিএর সরকারই তৈরি হতে চলেছে।”

চার দফার ভোট এখনও বাকি। দিল্লির রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিবসেনার এই উক্তির পিছনে লুকিয়ে আছে প্রচ্ছন্ন হুঁশিয়ারি। আগামী দিনে যার মাত্রা আরও বাড়তে পারে। গত লোকসভা ভোটে প্রবল মোদী-ঝড়ে এনডিএ তিনশো আসন পার করেছিল। বিজেপিই একার জোরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। কিন্তু এ বারের পরিস্থিতি দেখে বিজেপির কোনও শীর্ষ নেতা এখনও পর্যন্ত দাবি করতে পারেননি, গত বারের আসন ধরে রাখা সম্ভব। এই পরিস্থিতিতে শরিক দল এখন থেকেই স্মরণ করিয়ে দিচ্ছে, এনডিএ সরকারে এলে আর বিজেপির ‘দাদাগিরি’ চলবে না।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ভোটের আগে বিভিন্ন সময়ে বিজেপির শরিকদের রোষ প্রকাশ্যে এসেছিল। কিন্তু কোনও ভাবে সেটিকে ধামাচাপা দিয়েছে বিজেপি। মোদীর পক্ষে যে হাওয়া দেখা যাচ্ছে না, সে কথা মানছেন বিজেপির শীর্ষ নেতারাও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করেছেন, ভোটের এখনও অনেক দফা বাকি। যে ভাবে ভোট গড়াবে, মোদীর পক্ষে হাওয়া ‘সুনামি’র আকার নেবে। ‘হাওয়া দেখা যাচ্ছে না কেন?’- এই প্রশ্নের জবাব দিয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এ বারের ভোট মানুষের ‘আশীর্বাদ’ চাওয়ার ভোট। পাঁচ বছরে তিনি যে কাজ করেছেন, এ বারে তার প্রতিফলন ঘটছে।

কিন্তু নেতারা মুখে যা-ই বলুন, বিজেপির ভিতরের সমীক্ষাও এখনও পর্যন্ত স্বস্তিতে রাখেনি দলের নেতৃত্বকে। সমীক্ষা বলছে, একার জোরে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না। উত্তরপ্রদেশের মতো রাজ্যে মায়া-অখিলেশের জোটের কারণে খেসারত দিতে হচ্ছে কম করে ২০-৩০টি আসন। গত ভোটে মোদী-শাহের রাজ্য গুজরাত-সহ গোবলয়ের রাজ্যগুলিতে সর্বাধিক আসন পেয়েছিল বিজেপি। আসন কমছে সেখানেও। কিন্তু খামতি মেরামত করার জন্য দেশের পূর্ব ও উত্তর-পূর্ব প্রান্তে যে আশা ছিল, সেখানেও খুব বেশি আসন বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Narendra Modi Shiv Sena
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE