Advertisement
E-Paper

আজহার নিয়ে ভারতের উদ্বেগ বুঝি, সমস্যার সমাধান হবে, বললেন নয়াদিল্লির চিনা রাষ্ট্রদূত

এমন পরিস্থিতিতে নয়াদিল্লিতে বসে সরাসরি আজহার প্রশ্নে ভারত-বিরোধী কট্টর অবস্থান নেওয়া বেজিংয়ের কাছে চাপের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৫:৫৬
মাসুদ আজহার নিয়ে সুর নরম চিনের। —ফাইল চিত্র

মাসুদ আজহার নিয়ে সুর নরম চিনের। —ফাইল চিত্র

মাসুদ আজহার নিয়ে বার বার রাষ্টপুঞ্জে ভেটো দিচ্ছে চিন। এই সঙ্কট কাটাতে এ বার চিনকে বাইপাস করে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে তৎপর হয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ভারত-সহ বহু দেশ। এ বার কি তবে চাপে পড়েই নমনীয় অবস্থান নিচ্ছে বেজিং? নয়াদিল্লিতে চিনা রাষ্ট্রদূত লুও ঝাওহুইয়ের বক্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত। ঝাওহুইয়ের বক্তব্য, ভারতের উদ্বেগ বেজিং বোঝে এবং মাসুদ আজহার সমস্যা ‘মিটে যাবে’।

ঠিক কী বলেছেন নয়াদিল্লিতে চিনের রাষ্ট্রদূত? ঝাওহুইয়ের বক্তব্য, ‘‘মাসুদ আজহার সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত। বিষয়টি নিয়ে আমরা ভারতের উদ্বেগও বুঝতে পারি। আমরা আশাবাদী, বিষয়টির সমাধান হয়ে যাবে।’’ শেষ বারের ভেটো সম্পর্কে ঝাওহুইয়ের বক্তব্য, ‘‘এটা শুধুমাত্র ‘পদ্ধতিগত বিরতি’। যার অর্থ, আলোচনার জন্য সময় রয়েছে। আমাকে বিশ্বাস করুন, বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।’’

কিন্তু চিনের এই বক্তব্য কি সত্যিই এতটা আন্তরিক? নাকি শুধুই কূটনৈতিক সৌজন্য? কূটনৈতিক মহলের একটা বড় অংশের মতে, পুলওয়ামা হামলার পর মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণার চেষ্টায় কসুর করেনি ভারত। অথচ শুধুমাত্র চিনের ভেটোতেই সেই প্রক্রিয়া আটকে গিয়েছে। ফলে চিনের প্রতি নয়াদিল্লি যে রুষ্ট, তা বুঝিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। এমন পরিস্থিতিতে নয়াদিল্লিতে বসে সরাসরি আজহার প্রশ্নে ভারত-বিরোধী কট্টর অবস্থান নেওয়া বেজিংয়ের কাছে চাপের। তা ছাড়া এটা সৌজন্য-বিরোধী বলেও মত কূটনৈতিক শিবিরের একাংশের।

আরও পডু়ন: কে এই মাসুদ আজহার? আপনি কতটা জানেন দেখে নিন।

আরও পডু়ন: ২০২৫ সালের মধ্যেই পাকিস্তানও মিশে যাবে ভারতে, বললেন আরএসএস নেতা

পাশপাশি বেজিংয়ের উপরেও আজহার নিয়ে চাপ ক্রমেই বাড়ছে। বার বার ভেটো দেওয়ায় এ বার ঘুরপথে চিনকে কার্যত এড়িয়েই আলোচনা শুরু করেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি। এমনকি, চিনের সম্মতি ছাড়াই খোলা রাষ্ট্রপুঞ্জে খোলা আলোচনার তৎপরতাও শুরু হয়েছে। ফলে আজহার ইস্যুতে কার্যত একঘরে চিন। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে মুখে কিছুটা নমনীয় অবস্থান নিয়ে শি শিনফিংয়ের নয়া চাল হতে পারে বলেও আশঙ্কা আন্তর্জাতিক বিশ্বের একাংশের।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানার দায় নিয়েছিল জইশ-ই-মহম্মদ। তার জেরে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে হত ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নতুন করে প্রস্তাব আনে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন। বাকি ১৪টি সদস্য দেশও তাতে সম্মতি জানায়। কিন্তু এই সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জে সেই প্রস্তাব পেশ হওয়ার পর বরাবরের মতোই ভেটো দেয় চিন। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত গত এক দশকে এই নিয়ে চার বার একই ইস্যুতে ভেটো দিল চিনা ড্রাগনরা।

আরও পড়ুন: প্রয়াগরাজ থেকে বারাণসী, ভোটপ্রচারে কাল গঙ্গায় ১৪০ কিলোমিটার নৌসফর শুরু প্রিয়ঙ্কার

তবে এ বার অবশ্য সরাসরি নয়, ‘টেকনিক্যাল হোল্ড’ বা ‘পদ্ধতিগত বিরতি’ দেখিয়ে প্রস্তাব আটকে দিয়েছে চিন। কারণ সরাসরি প্রস্তাব আটকে দিলে আন্তর্জাতিক মহলের কাছে আরও চাপে পড়ত। এ বার সেই ‘পদ্ধতিগত বিরতি’কেই হাতিয়ার করলেন চিনা কুটনীতিক ঝাওহুই।

Masood Azhar China UN
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy