পড়শির হাতে বেধড়ক মারধর খেয়ে গুরুতর আহত ছোটপর্দার জনপ্রিয় মুখ অনুজ সচদেব। অভিযোগ, তাঁর কুকুর কামড়ে দিয়েছে পড়শিকে। পাল্টা অভিযোগ অনুজেরও। দাবি, ভুল জায়গায় গাড়ি রেখেছিলেন ওই প্রতিবেশী। প্রতিবাদ করার ফলেই রোষের শিকার, অভিযোগ অভিনেতার।
গোটা দেশে পথকুকুরদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। এমন সময়ে গোরেগাঁওতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায় ’, ‘সাথ নিভানা সাথিয়া’র মতো হিট ধারাবাহিকে দেখা গিয়েছে অনুজকে। খবর, রবিবার আচমকা তাঁর উপর হামলা চালান প্রতিবেশী। ওই ব্যক্তির অভিযোগ, অনুজের কুকুর কামড়ে দিয়েছে তাঁকে। আক্রান্ত হওয়ার সময়েও নিজের মুঠোফোনে সম্পূর্ণ ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন অনুজ। সেই ভিডিয়ো ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, অভিযোগকারী চিৎকার করে অনুজকে বলছেন, “নিজের কুকুর দিয়ে কামড় খাওয়াবি?” এর পরেই ক্রুদ্ধ ব্যক্তি লাঠি হাতে অনুজের উপর চড়াও হন। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অনুজ কোনও মতে তাঁকে আটকানোর চেষ্টা করেন। শেষে স্থানীয় আর এক পড়শির চিৎকারে ছুটে আসেন বহুতলের নিরাপত্তারক্ষীরা। সরিয়ে নিয়ে যান আক্রমণকারীকে। প্রাণে বাঁচেন অভিনেতা।
আরও পড়ুন:
ভিডিয়োতে অনুজ আরও জানিয়েছেন, গোটা ঘটনা ক্যামেরাবন্দি করায় তিনি পড়শির থেকে খুনের হুমকিও পেয়েছেন! যা ঘটেছে তা যে মিথ্যে নয় সেটা বোঝাতেই তিনি ভিডিয়ো করে ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। অনুজের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই উদ্বিগ্ন হিন্দি টেলিদুনিয়া। ছোটপর্দার জনপ্রিয় মুখ নৌহীদ সাইরুসি, ইশিতা অরুণের মতো অনেকেই সমর্থন জানিয়েছেন অভিনেতাকে। বেশ কিছু নেটাগরিক অবশ্য দত্তক পোষ্যদের আচরণের প্রতি আরও দায়িত্ববান হওয়ারও পরামর্শ দিয়েছেন অনুজকে।