Advertisement
E-Paper

আলিয়া-কৃতিকে গুনে গুনে গোল, একমুঠো ছবি ঝুলিতে তমন্নার! নতুন বছরে বাকি নায়িকারা কে, কোথায়?

বলিউড তাকিয়ে নতুন বছরের দিকে। ২০২৫-এর পরিশ্রমের ‘মিঠে ফল’ ২০২৬-এ কোন নায়িকা তারিয়ে তারিয়ে উপভোগ করবেন? নজর সে দিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৯:০৩
নতুন বছরে বলিউডে কার রাজত্ব?

নতুন বছরে বলিউডে কার রাজত্ব? ছবি: ইনস্টাগ্রাম।

বিজয় বর্মা নেই তো কী! একগুচ্ছ সিনেমা অপেক্ষা করছে তমন্না ভাটিয়ার জন্য। আজকের দিনে পাঁচটি ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া সহজ কথা নয়। বছরশেষে আগামী বছরের হিসাবনিকাশ আগাম কষতে বসেছে বলিউড। সেই হিসেব অনুযায়ী, ২০২৬ নাকি নায়িকাকে ভরিয়ে দিতে চলেছে!

তা হলে বাকি নায়িকাদের অবস্থান কোথায়? সারা বছর তাঁরা কী করবেন?

আলিয়া ভট্ট, কৃতি সেনন আপাতত আলোচনার মুখ। তাঁরা কি ‘হালে পানি পাচ্ছেন না’? ডিসেম্বরে প্রকাশিত নতুন বছরের ছবির তালিকা অনুযায়ী, তাঁরাও আছেন। তবে তমন্নার থেকে পিছিয়ে আছেন তাঁরা। আলিয়ার কথাই প্রথমে ধরা যাক। আপাতত আলিয়ার হাতে দুটো ছবি। দুই অতিসাহসী মহিলা গুপ্তচরের গা শিউরে দেওয়ার মতো অভিযান নিয়ে পরিচালক শিব রওয়েল বানাচ্ছেন ‘আলফা’। এই দুই গুপ্তচর আলিয়া এবং শর্বরী। এ ছাড়াও থাকবেন ববি দেওল।

‘লাভ অ্যান্ড ওয়র’-এ ভিকি কৌশল, আলিয়া ভট্ট, সঞ্জয় লীলা ভন্সালী, রণবীর কপূর।

‘লাভ অ্যান্ড ওয়র’-এ ভিকি কৌশল, আলিয়া ভট্ট, সঞ্জয় লীলা ভন্সালী, রণবীর কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

আলিয়ার দ্বিতীয় ছবি ‘লাভ অ্যান্ড ওয়র’। সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে এটি তাঁর আর রণবীর কপূরের দ্বিতীয় ছবি। ভিকি কৌশল প্রথম অভিনয় করবেন। ভালবাসা আর দ্বন্দ্বের টানাপড়েনে বোনা ছবির গল্প। ভন্সালী যেমন সম্পর্কের ছবি বানিয়ে থাকেন।

শর্বরীর ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে আয়ুষ্মান খুরানা।

শর্বরীর ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে আয়ুষ্মান খুরানা। ছবি: ইনস্টাগ্রাম।

একই ভাবে শর্বরীর দ্বিতীয় ছবি, ‘ইয়ে প্রেম মোল লিয়া’। বিপরীতে আয়ুষ্মান খুরানা। এই ছবি দিয়ে সূরজ বরজাত্যার ঘরে পা রাখতে চলেছেন শর্বরী। থাকবেন সূরজের একাধিক ছবির অভিনেতা অনুপম খের।‘’

‘বর্ডার ২’-এ রশ্মিকা মন্দানা।

‘বর্ডার ২’-এ রশ্মিকা মন্দানা। ছবি: ইনস্টাগ্রাম।

এই প্রথম কৃতির সঙ্গে ছবি করতে চলেছেন রশ্মিকা মন্দানা। ‘ককটেল ২’-তে তাঁদের সঙ্গে দেখা যাবে শাহিদ কপূরকে। ম্যাডক ফিল্ম প্রযোজিত সফল ছবি ‘ককটেল’-এর ফ্র্যাঞ্চাইজ়ি এটি। ত্রিকোণ প্রেমের গল্প কখনও পুরনো হয় না। সেই গল্প পর্দায় বলবেন হোমী অদজানিয়া। এ ছাড়া, ‘বর্ডার ২’-তেও দেখা যাবে রশ্মিকাকে। যেমন, কৃতি ঝড় তুলবেন ‘ডন ৩’-এ।

‘রেঞ্জার’ ছবিতে তমন্না ভাটিয়া।

‘রেঞ্জার’ ছবিতে তমন্না ভাটিয়া। ছবি: ইনস্টাগ্রাম।

রইলেন বাকি বলিউডের ‘তুরুপের তাস’ তমন্না। তাঁকে দেখা যাবে, ‘ও রোমিও’, ‘ভি শান্তারাম’, ‘ভান’, ‘রেঞ্জার’, ‘মারিয়া আইপিএস’ ছবিতে। প্রথম ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে তৃপ্তি ডিমরীকে। দ্বিতীয় ছবিতে তাঁর বিপরীতে সিদ্ধান্ত চতুর্বেদী।

Tamannaah Bhatia Alia Bhatt Kriti Sanon Rashmika Mandanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy