Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National news

নয়ডার বহুতল হাসপাতালে বিধ্বংসী আগুন

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১২-এ একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। উদ্ধার কাজ চলছে।

ধোঁয়ায় ভরে গিয়েছে হাসপাতালের চারপাশ। ছবি টুইটারে পোস্ট হওয়া ভিডিয়ো থেকে নেওয়া।

ধোঁয়ায় ভরে গিয়েছে হাসপাতালের চারপাশ। ছবি টুইটারে পোস্ট হওয়া ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়ডা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৪
Share: Save:

ভয়াবহ আগুন লাগল নয়ডার হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১২-এ একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। উদ্ধার কাজ চলছে।

এ দিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ আচমকাই তৃতীয় তলে আগুন এবং ধোঁয়া দেখতে পান রোগী এবং হাসপাতালের কর্মীরা। হাসপাতালে দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত সেই আগুন উপরের চতুর্থ তলেও ছড়িয়ে পড়ে। সেই সময় ওটি-তে অস্ত্রোপচার চলছিল। হাসপাতালে ৩১৭টি বেড রয়েছে। রোগীদের মধ্যেও ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে হাসপাতালের কাচ ভেঙে রোগীদের উদ্ধার কাজে হাত লাগান দমকলকর্মীরা। হাসপাতাল সূত্রে খবর, ওই হাসপাতাল থেকে সমস্ত রোগীকেই বার করে আনা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী কৈলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান পুরুষোত্তমলালের অভিযোগ, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে।

আরও পড়ুন: নিউ টাউনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণে ছড়াল আতঙ্ক

কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। হাসপাতালের তরফ থেকে দাবি করা হয়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তৃতীয় তলেই প্রথম আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে চারতলায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Noida Fire নয়ডা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE