Advertisement
০৩ মে ২০২৪
GDP

আরবিআই-এর অনুমানের চেয়েও কমবে ভারতের জিডিপি বৃদ্ধির হার, আশঙ্কা মুডি’জের রিপোর্টে

মুডিজ কর্পোরেশন নামে একটি মার্কিন সংস্থার অধীনস্থ মুডি’জ ইনভেস্টর সার্ভিস নামে ওই সংস্থাটি। গোটা বিশ্বের সেরা ক্রেডিট রেটিং সংস্থাগুলির মধ্যে অন্যতম মুডি’জ। তাদের সমীক্ষাতেই উঠে এসেছে ভারতীয় অর্থনীতির গতিহীনতার সম্ভাবনার কথা।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৫:১৮
Share: Save:

গোটা বিশ্ব তো বটেই, বিশেষ করে ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ। সেই আশঙ্কা এ বার তা আরও উস্কে দিল মুডি’জ ইনভেস্টর সার্ভিসের সমীক্ষা। ২০১৯-২০ সালে দেশের জিডিপি বৃদ্ধির হার ৬.১ শতাংশে পৌঁছবে বলে গত সপ্তাহেই আশা প্রকাশ করেছিল আরবিআই। কিন্তু, সেই আশায় জল ঢেলে দিল মুডি’জের রিপোর্ট। ওই সংস্থাটির মতে, আদতে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৫.৮ শতাংশে এসে ঠেকতে পারে।

মুডিজ কর্পোরেশন নামে একটি মার্কিন সংস্থার অধীনস্থ মুডি’জ ইনভেস্টর সার্ভিস নামে ওই সংস্থাটি। গোটা বিশ্বের সেরা ক্রেডিট রেটিং সংস্থাগুলির মধ্যে অন্যতম মুডি’জ। তাদের সমীক্ষাতেই উঠে এসেছে ভারতীয় অর্থনীতির গতিহীনতার সম্ভাবনার কথা। কী কারণে কমতে পারে অর্থনীতির গতি? সংস্থাটির তরফে নানা কারণ তুলে ধরা হয়েছে। এ জন্য অন্তর্দেশীয় বেশ কিছু কারণকেই মূলত দায়ী করা হয়েছে। যেমন, বিনিয়োগের ক্ষেত্রে গোটা দেশেই মন্দা দেখা দিয়েছে। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রও অনেকটা কমে গিয়েছে। কৃষি-সহ নানা ক্ষেত্রে শক্তি হারিয়ে রুগ্ন হয়েছে গ্রামীণ অর্থনীতিও। আর এ সব কারণেই দেশের জিডিপি-র হার কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মত মুডি’জের মতো সংস্থার।

তবে, ২০২০-২১ সাল নাগাদ ভারতের অর্থনীতি এই ধাক্কা কিছুটা কাটিয়ে উঠে মাঝারি মানে পৌঁছতে পারে বলেও আশা প্রকাশ করছে মুডি’জ। সংস্থার দাবি, ‘ওই সময় জিডিপি হতে পারে ৬.৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত। আগামী দু’বছরে জিডিপি-র হার ও মুদ্রাস্ফীতি বাড়বে বলে আশা করা হয়েছিল। তার পর তা ফের পুনর্মূল্যায়ন করা হয়। গত দু’বছর আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে ৮ শতাংশ বা তার উপরে জিডিপি যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

আরও পড়ুন: মোদী-শি বৈঠকের আগে কাশ্মীর নিয়ে চিনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ভারতের

আরও পড়ুন: ভারতের আকাশে ফের পাক ড্রোন, এক সপ্তাহে তিন বার হানা

মুডি’জই প্রথম নয়, গত মাসেই, ভারতের জিডিপি আশাতীত ভাবে কমতে পারে বলে আশঙ্কা করেছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও অর্গানাইজেশন অব ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের আন্তর্জাতিক সংস্থাও। পরিস্থিতি আঁচ করে আনুমানিক বৃদ্ধির হার কমিয়ে ৬.৯ শতাংশ থেকে ৬.১ শতাংশে নামিয়ে এনেছিল আরবিআই-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE