Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লোকসভায় নেই প্রধানমন্ত্রী মোদী, বৈঠকে ব্যাখ্যা তাঁর কাজের

বৈঠকে মূলত তিনটি বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সাফল্য, রিইসিপি বাণিজ্য চুক্তিতে না-যাওয়ার যুক্তি এবং গত পাঁচ বছরে দেশের অর্থনীতিতে মোদী সরকারের ভূমিকা।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০৩:০৩
Share: Save:

গত কালই প্রশ্ন উঠেছিল কোথায় তিনি! প্রশ্ন উঠল আজও! সংসদে থাকলেও আজও দিনভর কার্যত লোকসভায় দেখা গেল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি সকালের সংসদীয় দলের বৈঠকে অনুপস্থিত রইলেন তিনি। সাধারণত সংসদ অধিবেশনের শুরুতে দলীয় সাংসদদের প্রথম বৈঠকে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী।

গোটা অধিবেশনে দল কোন অভিমুখে চলবে, তার দিশানির্দেশ দিয়ে থাকেন। এ বারে সেটা দেখা গেল না। এ দিনের বৈঠকে শুরুতে ছিলেন না অমিত শাহও। পরে বৈঠকে যোগ দেন তিনি।

বৈঠকে মূলত তিনটি বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সাফল্য, রিইসিপি বাণিজ্য চুক্তিতে না-যাওয়ার যুক্তি এবং গত পাঁচ বছরে দেশের অর্থনীতিতে মোদী সরকারের ভূমিকা। প্রধানমন্ত্রী সম্প্রতি ব্রাজিলের ব্রিকস ও আসিয়ানের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। ওই সফরের তাৎপর্য ও ইতিবাচক দিকগুলি দলের সাংসদদের সামনে তুলে ধরেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরসিইপি বাণিজ্য চুক্তিতে ভারত কেন যোগ দেয়নি তা ব্যাখ্যা করেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সাংসদদের জানান, সরকার মনে করেছে, ওই চুক্তি করলে দেশের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিজেপির আশঙ্কা গোটা অধিবেশনে অর্থনীতির বেহাল দশা নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হবে সরকারকে। তাই গত পাঁচ বছরে মোদী সরকার অর্থনীতির ক্ষেত্রে কী কী উল্লেখজনক পদক্ষেপ করেছে বিশদে তা ব্যাখ্যা করা হয়।

আরও পড়ুন: নির্বাচনী বন্ড বিশাল কেলেঙ্কারি: কংগ্রেস

গত অক্টোবর মাসে গাঁধী-জয়ন্তী উপলক্ষ্যে দলের নেতাদের ও সব সাংসদকে নিজ-নিজ এলাকায় গাঁধী সঙ্কল্প যাত্রার আয়োজন করতে বলেছিলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নড্ডা। এ পর্যন্ত দু’শোর কাছাকাছি সাংসদ তা করেছেন। আগামী সংসদীয় দলের বৈঠকের আগে বাকিদের সেই যাত্রা সেরে ফেলতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Lok Sabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE