Advertisement
E-Paper

কাশ্মীরিদের হেনস্থার অভিযোগ, রাজ্যগুলিকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কেন্দ্রের

দেশের বেশ কিছু জায়গায় কাশ্মীরিদের উপর অত্যাচার, হেনস্থার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০২
কার্ফু উপেক্ষা করেই মিছিল থেকে ইট-পাটকেল ছুড়ছে উত্তেজিত জনতা। রবিবার জম্মুতে। ছবি: পিটিআই

কার্ফু উপেক্ষা করেই মিছিল থেকে ইট-পাটকেল ছুড়ছে উত্তেজিত জনতা। রবিবার জম্মুতে। ছবি: পিটিআই

উত্তরাখণ্ডের দেহরাদূন শহরে একটি বাড়িতে ভাড়া থাকতেন কাশ্মীরের কয়েক জন ছাত্র। পুলওয়ামা হামলার পরই বাড়িওয়ালা তাঁদের বলে দিয়েছেন, ঘর খালি করতে। বিহারে চাকরি সূত্রে ৩৫ বছর ধরে পটনায় থাকেন কাশ্মীরের বাসিন্দা বসির আহমেদ। পুলওয়ামা হামলার পর আচমকাই কয়েকজন তাঁর বাড়িতে চড়াও হন। ওই হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালান এবং তাঁকেও মারধর করেন বলে অভিযোগ। পঞ্জাবের অম্বালার একটি পঞ্চায়েত থেকে ফতোয়া জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, কারও বাড়িতে কাশ্মীরি কেউ থাকলে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের বের করে দিতে হবে।

এই তিনটি ঘটনা দেশ জুড়ে কাশ্মীরিদের উপর অত্যাচারের কয়েকটি উদাহরণ মাত্র। দেশের বেশ কিছু জায়গায় কাশ্মীরিদের উপর অত্যাচার, হেনস্থার অভিযোগ উঠেছে। তার জেরে এবার রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠাল কেন্দ্র। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো ওই নির্দেশে বলা হয়েছে, কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা বলেন, পুলওয়ামা জঙ্গি হানার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের হেনস্থা, মারধরের খবর আসছে। সেই কারণে রবিবার এই একটি নির্দেশ জারি করেছে স্বরাষ্টমন্ত্রক।’’ হেল্পলাইন খুলেছে সিআরপিএফ।

অন্য দিকে পুলওয়ামায় হামলার চতুর্থ দিনেও অশান্ত উপত্যকা। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল, প্রত্যাঘাতের দাবিতে মিছিল বিক্ষোভ হয়েছে। মিছিল থেকে গাড়ি ভাঙচুরের মতো ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে দফায় দফায়। তবে সেখানেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। কার্ফু উপেক্ষা করেই রবিবারও বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। মিছিল, বিক্ষোভ, পাকিস্তান-বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে উপত্যকার বিভিন্ন এলাকা।

আরও পডু়ন: ‘পাকিস্তানকে বিরাট মূল্য চোকাতে হবে’, প্রত্যাঘাতের হুঁশিয়ারি এ বার ইরানের

আরও পডু়ন: জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা তুলে নিল সরকার, তালিকায় নেই গিলানি

সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে জম্মুতে। সেখানে পুলিশের একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। ১২ থেকে ১৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নানা জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। বেশ কিছু জায়গায় কয়েকটি বাড়িতেও হামলা হয়েছে। জম্মুতে সরকারি একাধিক সরকারি অফিস থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছে সাহায্যের আর্জি জানিয়েছে। কিছু সরকারি অফিস খুললেও হাজিরা ছিল হাতে গোনা।

অন্য দিকে তীব্র আতঙ্কে কার্যত ঘরবন্দি কাশ্মীরিদের একটা বড় অংশ। বিক্ষোভকারী ছাড়া সাধারণ মানুষ এ দিনও কার্যত ছিল ঘরবন্দি। দোকানপাট কিছুই খোলেনি। পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা টহল দিয়েছেন রাস্তায়। তবে বিকেল থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্তিমিত হয়। কিন্তু কাশ্মীরিদের অভিযোগ, হামলার সময় পুলিশ হয় নীরব দর্শক হয়ে থেকেছে, নয়তো অন্য দিকে সরে গিয়েছে।

বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলায় এখনও পর্যন্ত অন্তত ৪৯ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। কাশ্মীরি ছাত্রদের উপর অত্যাচার রুখতে এগিয়ে এসেছে সেই সিআরপিএফ-ই। ২৪ ঘণ্টার টোল ফ্রি হেল্পলাইন পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘সিআরপিএফ মদদগার’। টোল ফ্রি নম্বরটি হল ১৪৪১১। এ ছাড়া ৭০৮২৮১৪৪১১ এই নম্বরে এসএমএস করেও সাহায্যের আর্জি জানানো যাবে। টুইট করে এই টোল ফ্রি নম্বরগুলি দিয়ে সিআরপিএফ জানিয়েছে, কাশ্মীর থেকে গিয়ে অন্য রাজ্যে থাকা ছাত্র বা সাধারণ নাগরিক হেনস্থার শিকার হলে এই নম্বরে ফোন করে বা এসএমএস করে সাহায্য চাইতে পারেন। দ্রুত তাঁদের প্রয়োজনীয় সাহায্য করা হবে।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

Pulwama Terror Attack পুলওয়ামা পুলওয়ামা হামলা Kashmiri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy