Advertisement
২০ এপ্রিল ২০২৪

কাটা রেকর্ডের জবাব রাহুলের

এর পরেই কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের তৈরি একটি ভিডিয়ো সামনে আনলেন রাহুল। যেখানে দেখা যাচ্ছে, ‘নেহরু’, ‘গাঁধী’ ‘ইন্দিরা’ শব্দগুলিতে ঠোক্কর খাচ্ছেন প্রধানমন্ত্রী।

ভোট সামনে আসতেই রাহুলকে আক্রমণের বহর বাড়িয়েছেন মোদী-অমিত শাহেরা। ছবি: পিটিআই।

ভোট সামনে আসতেই রাহুলকে আক্রমণের বহর বাড়িয়েছেন মোদী-অমিত শাহেরা। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ০২:১৯
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ত্রেই তাঁকে পাল্টা আক্রমণ করলেন রাহুল গাঁধী। রাফাল প্রসঙ্গের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী সম্প্রতি কটাক্ষ করেছিলেন, কংগ্রেস সভাপতি কাটা রেকর্ডের মত বারবার একই শব্দে বাজেন। এর পরেই কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের তৈরি একটি ভিডিয়ো সামনে আনলেন রাহুল। যেখানে দেখা যাচ্ছে, ‘নেহরু’, ‘গাঁধী’ ‘ইন্দিরা’ শব্দগুলিতে ঠোক্কর খাচ্ছেন প্রধানমন্ত্রী।

ভোট সামনে আসতেই রাহুলকে আক্রমণের বহর বাড়িয়েছেন মোদী-অমিত শাহেরা। বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের সময়ে মোদী মন্তব্য করেন, পুরনো দিনে কাটা রেকর্ড আটকে গিয়ে যেমন বারবার বাজত, সে ভাবে রাহুলও তাঁকে আক্রমণ করতে গিয়ে একই কথা বলে যাচ্ছেন! একে গুরুত্ব না দিয়ে দলের কর্মীরা তা থেকে আনন্দ উপভোগ করুন— এটাই ছিল মোদীর প্রচার-টিপ্পনি। একই ভাবে অমিতকেও দেখা গিয়েছে বিভিন্ন প্রচার সভায় রাহুলের গলা নকল করতে।

এর পরেই দলের সভাপতির নির্দেশে সক্রিয় হয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেল। একটি ভিডিয়ো তৈরি হয়, যেখানে মোদী সংসদ, জনসভা, বক্তৃতায় ‘নেহরু’, ‘গাঁধী’, ‘রাজীব’, ‘ইন্দিরা’ শব্দগুলি বারবার বলছেন! ভিডিয়োতে মোদীর কথার প্রতিধ্বনি হচ্ছে ‘নেহরু-নেহরু-নেহরু…!’ কংগ্রেস সূত্রের বক্তব্য, ভিডিয়োয় মোদীর মুখে একই শব্দ উচ্চারণের বিষয়টিতে কৌশলে রয়েছে ঠিকই। কিন্তু এটাও ঠিক যে রাহুলকে আক্রমণ করতে গিয়ে বারবারই চার প্রজন্মকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। নিজের সরকারের সাড়ে চার বছরের কথা বলতে গিয়ে কংগ্রেসের চার প্রজন্মের ‘ব্যর্থতা’-কেই তুলে ধরেছেন।

ভিডিয়োটি আপলোড করে আজ টুইট করেন কংগ্রেস সভাপতি। ‘ছাপান্ন ইঞ্চি ছাতি’-র মোদীকে হালফিলের রাজনৈতিক রসিকতার সূত্রে শ্রী ‘ছত্রিশ’ হিসেবে চিহ্নিত করেছেন। লিখেছেন, ‘‘মনোরঞ্জনকারী ভিডিয়োটি শ্রী ছত্রিশকে নিয়ে তৈরি হয়েছে! আশা করি, আপনারা দেখে আনন্দ পাবেন। বন্ধু এবং পরিবারের সঙ্গে এটি শেয়ার করে তাঁদেরও আনন্দ নেওয়ার সুযোগ করে দিন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE