Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কর্নাটক ক্ষোভে জল ঢাললেন রাহুল

কর্নাটকে মন্ত্রক বিতরণ নিয়ে কংগ্রেসের সঙ্গে তাদের মতবিরোধ দ্রুত মিটে যাবে বলে দাবি করলেন জেডিএসের সাধারণ সম্পাদক দানিশ আলি। এ দিনই কর্নাটক কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের একাংশ আজ রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন। রাহুল তাঁদের পরামর্শ দেন, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আপাতত চলুন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৪:২৫
Share: Save:

কর্নাটকে মন্ত্রক বিতরণ নিয়ে কংগ্রেসের সঙ্গে তাদের মতবিরোধ দ্রুত মিটে যাবে বলে দাবি করলেন জেডিএসের সাধারণ সম্পাদক দানিশ আলি। এ দিনই কর্নাটক কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের একাংশ আজ রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন। রাহুল তাঁদের পরামর্শ দেন, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আপাতত চলুন।

কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকার গঠনের শুরু থেকেই মন্ত্রক বণ্টন নিয়ে দু’পক্ষে টানাপড়েন শুরু হয়েছিল। শেষ পর্যন্ত গতকাল মন্ত্রিসভার আকার চূড়ান্ত হয়। মন্ত্রিত্ব না পেয়ে গতকাল থেকেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হন কংগ্রেস বিধায়ক এম বি পাটিল, এইচ কে পাটিল, সতীশ জারকিহোলির মতো নেতারা। রাজ্য নেতৃত্বের কাছে সুরাহা না পেয়ে আজ দিল্লি এসে রাহুল গাঁধীর দ্বারস্থ হন ওই কংগ্রেস বিধায়কেরা। সূত্রের খবর, বৈঠকে রাহুল বলেন, লোকসভা নির্বাচন হল আসল লড়াই। দলকে সেই নির্বাচনে ভাল ফল করতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে ব্যক্তি স্বার্থ ত্যাগ করে ঝাঁপাতে হবে।

জেডিএস নেতা দানিশের মতে, দু’দলের নেতৃত্ব আলোচনায় বসলেই মতানৈক্য মিটে যাবে। বিজেপি শুরু থেকেই ওই জোটকে ‘সুবিধাবাদী শক্তির জোট’ বলেছে। জবাবে দানিশ বলেন, ‘‘সময়ের দাবি মেনেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা হাত মিলিয়েছে। গোটা দেশে ঠিক ভাবে জোট হলে বিজেপিকে যে হারানো সম্ভব, তা কর্নাটক দেখিয়ে দিয়েছে।’’ তবে বিজেপিকে হারাতে জোটের চালিকাশক্তির ভূমিকা যে কংগ্রেসকেই নিতে হবে, তা স্বীকার করে দানিশ বলেন, ‘‘জেডিএস এক সময়ে অ-বিজেপি, অ-কংগ্রেসি সরকার গড়ার পক্ষে ছিল। কিন্তু এখন ধর্মনিরপেক্ষতার স্বার্থে, কংগ্রেসকেই কেন্দ্র করে সমস্ত বিরোধীকে একজোট হতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE