Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Rahul Gandhi

করোনা মোকাবিলায় পাকিস্তানও এগিয়ে ভারতের থেকে, মোদীকে খোঁচা রাহুলের

আইএমএফ প্রকাশিত ‘ওয়ার্ল্ড  ইকোনমিক আউটলুক’ রিপোর্টের দাবি, মাথা পিছু জাতীয় উৎপাদনে বাংলাদেশও পিছনে ফেলতে চলেছে ভারতকে।

রাহুল গাঁধী— ফাইল চিত্র।

রাহুল গাঁধী— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৩:৩২
Share: Save:

থালা বাজিয়ে আর প্রদীপ জ্বালিয়ে ‘করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা’র সরকারি উদ্যোগের সমালোচনায় আগেও সরব হয়েছেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গাঁধী এ বার অভিযোগ করলেন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তানও ছাপিয়ে গিয়েছে ভারতকে।

রাহুলের শুক্রবারের এই মন্তব্যের হাতিয়ার, বিশ্ব অর্থ ভাণ্ডারের (আইএমএফ) সাম্প্রতিক রিপোর্ট। তাতে পূর্বাভাস দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতির কারণে ধস নামতে চলেছে ভারতীয় অর্থনীতিতে। মাথা পিছু জাতীয় উৎপাদনে বাংলাদেশও ভারতকে ছাপিয়ে যাবে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। টুইটারে রাহুল আইএমএফ রিপোর্টের চার্টটিকে ট্যাগ করেছেন। লিখেছেন, ‘বিজেপি সরকারের আরেকটি সাফল্য। এমনকি, পাকিস্তান আর আফগানিস্তানও ভারতের চেয়ে ভাল ভাবে কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে।’

মঙ্গলবার আইএমএফ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ (ডব্লিউইও) রিপোর্টে জানানো হয়, করোনা পরিস্থিতির অভিঘাতে ভারতে জিডিপি-র হার কমতে পারে ১০.৩ শতাংশ পর্যন্ত। জুন মাসে আইএমএফ জানিয়েছিল, ভারতের জিডিপি ৪.৫ শতাংশ কমতে পারে। তার মাস চারেকের মাথায় আন্তর্জাতিক সংস্থাটির রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, চলতি অর্থবর্ষে (যা ২০২১ সালের মার্চে শেষ হচ্ছে) ভারতের মাথা পিছু জাতীয় উৎপাদন দাঁড়াবে ১ হাজার ৮৭৭ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩৭ হাজার টাকার কিছু বেশি। সেখানে বাংলাদেশের মাথা পিছু জাতীয় উৎপাদন হবে ১ হাজার ৮৮৮ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা।

আরও পড়ুন: কমছে দৈনিক মৃত্যু, দেশে ৭৩ লক্ষ আক্রান্তের মধ্যে সুস্থ সাড়ে ৬৪ লক্ষ

আইএমএফের রিপোর্ট বলছে, চিন দূর অস্ত, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানও কোভিড পরিস্থিতির আর্থিক ধাক্কা ভারতের চেয়ে ভাল ভাবে সামলেছে। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশও এ ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারকে পিছনে ফেলেছে। প্রাক্তন কংগ্রেস সভাপতির মতে, ‘এটাই ছ’বছরের বিদ্বেষমূলক জাতীয়তাবাদের প্রাপ্তি’।

প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭৪ লক্ষ। মোট মৃত্যু ১,১২,১৬১। পাকিস্তানে মোট আক্রান্ত ৩,২২,১২২। মৃত ৬,৬২১।

আরও পড়ুন: জিডিপি নিয়ে আইএমএফের পূর্বাভাস আরও খারাপ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE