Advertisement
E-Paper

‘চৌকিদার চোর হ্যায়’! রাহুলের সংলাপ ধার করে খোঁচা উদ্ধবের

এরপর উদ্ধব বলেন, ‘‘আমি তাঁকে বলেছিলাম, আজকাল পাহারাদাররাই চোর হয়ে গিয়েছে।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ২২:০৮
পান্ধারপুরের সভায় উদ্ধব ঠাকরে। ছবি: পিটিআই

পান্ধারপুরের সভায় উদ্ধব ঠাকরে। ছবি: পিটিআই

‘চৌকিদার চোর হ্যায়’! এতদিন বলে এসেছেন রাহুল গাঁধী। এবার রাহুলের সেই স্লোগানই ধার করলেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের শোলাপুরে একটি প্রকাশ্য সভায় মারাঠিতে কংগ্রেস সভাপতির শব্দবন্ধের পুনরাবৃত্তি করে বলেন, ‘আজকাল পাহারাদারই চোরে পরিণত হয়েছে’। যদিও রাফাল প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেননি। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কার্যত মোদীকেই খোঁচা দিতে চেয়েছেন শিবসেনা প্রধান।

মহারাষ্ট্র জুড়ে চলছে উদ্ধবের ‘রাজ্য সফর’ কর্মসূচি। গোটা রাজ্য ঘুরে সভা করছেন তিনি। সোমবার তেমনই একটি সভা ছিল শোলাপুর জেলার পান্ধারপুরে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সেই সভায় কৃষকদের দুর্দশার কথা বলতে গিয়ে তিনি তাঁর একটি অভিজ্ঞতার কথা শোনার শ্রোতাদের। বলেন, একবার এক কৃষকের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তিনি তাঁকে একটি লেবুর গাছ দেখান। ওই গাছটি ছিল পুরোপুরি পোকায় আক্রান্ত। অথচ লেবু গাছই কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। ওই চাষি তাঁকে বলেন, লেবুর গাছে পোকা লাগতে পারে, এরকম ঘটনা তিনি জীবনে প্রথমবার দেখলেন।

এরপর উদ্ধব বলেন, ‘‘আমি তাঁকে বলেছিলাম, আজকাল পাহারাদাররাই চোর হয়ে গিয়েছে।’’

আর এর পরই শুরু হয় রাজনৈতিক জল্পনা। পর্যবেক্ষকদের ব্যাখ্যা, উদ্ধবের বক্তব্য পুরোপুরি রাহুলের সংলাপের প্রতিধ্বনি। রাহুল যেটা সরাসরি বলেন, উদ্ধব সেটাই ঘুরিয়ে বলেছেন, কৃষকের গল্পের মাধ্যমে রূপকের আশ্রয় নিয়ে।

আরও পড়ুন: এবার কলকাতায় আইন অমান্য করবে বিজেপি, মিছিলের পথ ‘গোপন’ রাখাই কৌশল

রাফাল নিয়ে মোদীকে আক্রমণ করতে রাহুল বারবার বলেন, ‘চৌকিদার চোর হ্যায়।’ সম্প্রতি রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরও তিনি বলেন, চৌকিদার যে চোর’ সেটা তিনি প্রমাণ করেই ছাড়বেন। উদ্ধব অবশ্য এ দিন রাফাল নিয়ে সরাসরি মন্তব্য না করেও কেন্দ্রের সমালোচনা করে বলেছেন, ‘‘রাফাল মামলা সুপ্রিম কোর্ট খারিজ করেছে কিনা জানি না, তবে মোদী সরকার যে জওয়ানদের বেতন বাড়ানোর দাবি খারিজ করেছে সেটা জানি।’’

আরও পড়ুন: ফেক নিউজ রুখতে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ তুলে দিয়ে নয়া আইন আনছে কেন্দ্র?

এনডিএ-র শরিক হয়েও দীর্ঘদিন ধরেই বিজেপি তথা মোদীর সমালোচনায় সরব শিবসেনা। সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ের বিধানসভা ভোটে বিজেপির হারের পরও উদ্ধব বলেন, তিন রাজ্যের মানুষ সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Shiv Sena Uddhav Thackeray Narednra Modi Rahul Gandhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy