রাজনৈতিক বিষয় ছাড়াও জীবনের সাধারণ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই মতামত প্রকাশ করতে দেখা যায় বিজেপি সাংসদ স্মৃতি ইরানিকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘গাল্লি বয়’ সিনেমার সংলাপের একটি দৃশ্য পোস্ট করেছেন। আর সেই পোস্ট ও তার সঙ্গে লেখা ক্যাপশন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
‘গাল্লি বয়’ সিনেমার ওই দৃশ্য পোস্ট করে স্মৃতি লিখেছেন, ‘যখন আপনি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না এবং পরের অনুষ্ঠানে উপস্থিত থাকার নিশ্চয়তাও দিতে পারেন না।’ এই ক্যাপশনের সঙ্গেই পোস্ট করেছেন ‘গাল্লি বয়’ সিনেমার সেই ভিডিয়ো।
‘গাল্লি বয়’ সিনেমার সেই দৃশ্যতে দেখা যাচ্ছে আলিয়া ভট্ট ও রণবীর সিংহকে। সেখানে আলিয়া রণবীরকে বলছেন, ‘ঠিক আছে ছাড় না। আর এ রকম হবে না।’ এই উত্তর শুনে সংশয়ী দৃষ্টিতে আলিয়ার দিকে তাকিয়ে রণবীর বললেন, ‘হবে না? আমার দিব্যি দিয়ে বল।’ রণবীর এই কথার জবাবে আলিয়া বললেন, ‘তুই মরে যাবি।’ অর্থাৎ ওই সিনেমায় আলিয়াও রণবীরকে নিশ্চিত কথা দিতে পারেননি। আর ‘গাল্লি বয়’ সিনেমার সেই ঘটনাকে দিয়েই পারিবারিক অনুষ্ঠানে নিজের উপস্থিত থাকার বিষয়ে অনিশ্চয়তার কথা বলতে চেয়েছেন তিনি।
দেখুন সেই ভিডিয়ো-
When you have missed family get togethers and promise not to bunk again ..... 🤦♀🤓 #familylife
আরও পড়ুন: রাস্তায় তর্কাতর্কি থেকে হিংসা, টেম্পো ড্রাইভারের ছুরির আঘাতে আহত পুলিশকর্মী!
আরও পড়ুন: টাকার জন্য মহিলাকে রাস্তায় ফেলে পেটাল কংগ্রেস নেতার ভাই!