Advertisement
২৩ এপ্রিল ২০২৪

গণপিটুনি রুখতে কড়া আইন, বললেন অমিত শাহ

মোদী জমানায় কোথাও গো-মাংস রাখার অভিযোগ তুলে, কোথাও আবার ‘জয় শ্রীরাম’ না বলায় গণপিটুনির অনেক ঘটনা বাড়ছে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০২:৫৫
Share: Save:

গণপিটুনি পাশ্চাত্যের ধারণা। ভারতীয় ধারণায় এর কোনও স্থান নেই।

গত অক্টোবরে এই দাবি করেছিলেন আরএসএস-প্রধান মোহন ভাগবত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সংসদে জানালেন, গণপিটুনির ঘটনা রুখতে কড়া আইন করার কথা ভাবছে কেন্দ্র।

মোদী জমানায় কোথাও গো-মাংস রাখার অভিযোগ তুলে, কোথাও আবার ‘জয় শ্রীরাম’ না বলায় গণপিটুনির অনেক ঘটনা বাড়ছে। বিরোধীদের মতে, ধর্মীয় অসহিষ্ণুতার কারণেই এমন ঘটনা বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘গণপিটুনির ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দিতে ভারতীয় দণ্ডবিধিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গঠন করা হয়েছে কমিটি। কী ধরনের পরিবর্তন করা উচিত, সেই সুপারিশ চেয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। রাজ্যগুলির সুপারিশ আসার পরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে কমিটি।’’

আরও পড়ুন: হিন্দুরাষ্ট্রের পথে ভারত, গোপন করলেন না বিজেপি সাংসদ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lynching Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE