Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

কাশ্মীরে এনকাউন্টারে নিহত হিজবুলের শীর্ষ জঙ্গি, উদ্ধার গ্রেনেড-আগ্নেয়াস্ত্র

আরও এক জঙ্গি পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৮:৪৩
Share: Save:

কাশ্মীরে ফের এনকাউন্টার। নিহত এক শীর্ষ হিজবুল মুজাহিদিন জঙ্গি। আরও এক জঙ্গি পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। উদ্ধার হয়েছে একটি এ কে ৪৭ সিরিজের রাইফেল-সহ গোলাবারুদ। নিহত হারুন ওয়ানি হিজবুলের শীর্ষ কমান্ডার ছিল বলে জানিয়েছে পুলিশ।

জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনা সূত্রে খবর, বুধবার কাশ্মীরের ডোডা জেলার গোনদানা এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর পায় পুলিশ। অভিযানে যায় পুলিশ, সেনা ও আধাসেনার যৌথ বাহিনী। কাছাকাছি যেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান যৌথ বাহিনীর অফিসাররাও। গুলিযুদ্ধে ঘটনাস্থলেই নিহত হয় হারুন ওয়ানি।

তবে তার এক সঙ্গী পাহাড়ের উপরের দিকে উঠে যায়। ওই এলাকা বরফে ঢাকা। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশের ডোডা-কিশতোয়ার-রামবান রেঞ্জের ডিআইজি সুজিত কুমার বলেন, ‘‘গুলিযুদ্ধে নিহত হারুন ওয়ানি হিজবুলের এ প্লাস প্লাস ক্যাটেগরির জঙ্গি ছিল। ডোডা জেলার গাট্টা এলাকায় সে দীর্ঘ দিন ধরেই সক্রিয় ছিল।’’

সুজিত কুমার জানিয়েছেন, পালিয়ে যাওয়া অন্য জঙ্গিকে ধরতে এলাকায় কড়া নজরদারি রয়েছে। চলছে তল্লাশিও। ওই জায়গা থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, তিনটি ম্যাগাজিন, ৭৩ রাউন্ড গুলি, একটি চিনা গ্রেনেড ও একটি রেডিয়ো সেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jammu And Kashmir Encounter Hizbul Mujahidin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE