ফসলের ক্ষতি হোক বা মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ। নানা কারণে প্রায়শই খবরে চলে আসে হাতি। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্প্রতি হাতি সম্পর্কিত আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি হাতিকে গাছ থেকে কাঁঠাল পেড়ে খেতে দেখা যাচ্ছে।
ভিডিয়োটি গত সোমবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পর প্রভীন কাসওয়ান। সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৪৮ হাজারেরও বেশি লোক। সেই ভিডিয়ো শেয়ার করে প্রভীন লিখেছেন, ‘দূর থেকেই পাকা কাঁঠালের গন্ধ বুঝতে পারে হাতি। এই গন্ধই অনেক সময় তাকে মানব বসতির কাছে এনে দেয়।’
সেখানে দেখা যাচ্ছে, বড়সড় একটি হাতিকে। কাঁটাল গাছের কাছে এসে সে সামনের দু’পা তুলে দিল গাছের গুঁড়িতে। তার পর বেশ কষ্ট করেই গাছ থেকে পাড়ল একটি কাঁঠাল। তার পর পা দিয়ে সেই কাঁঠাল পায়ের চাপে ফাটিয়ে ফেলে, খেতে শুরু কের দিল। দেখুন সেই ভিডিয়ো-
This #elephant got talent. Climbing a tree for #Jackfruit, which they love a lot. And he is eating it so nicely. Elephants can smell ripening jackfruits from quite a distance which many a times bring them close to human habitations. pic.twitter.com/19bDvD4Sn9
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 11, 2019
তবে এই ঘটনাটি কবে, কোথায় ঘটেছে সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় জুতো হাতে মারামারি করছেন দুই পুলিশকর্মী! ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: প্রতি কেজি পেঁয়াজের দাম আট টাকা! কান্নায় ভেঙে পড়লেন কৃষক